লাজুক মেয়ে
একটি মেয়ে; রুপবতী
ফুলের মত মন
এই মেয়েকে এই জীবনে আমার প্রয়োজন
একটি মেয়ে; লাজুক মেয়ে
হাসলে গালে টোল পড়ে
এই মেয়েকে ডাকব কাছে বলনা আমি কোন ছলে
হাসলে মেয়ে; ফুলও হাসে
কাঁদলে ঝর্ণা ঝরে
রেশম কালো চুলের দোলায় নিবিড় হাওয়া দোলে
কাজল কালো চোখের তারায়
প্রভাত রবি হাসে
বলনা কেউ সেই মেয়েকি আমায় ভালোবাসে?
সেই মেয়েকি আসবে কাছে
রাখবে হাতে হাত
করব তাকে জীবনসাথী
এই ভাবনায় কাটে দিন কাটে আমার রাত
ফুলের মত মন
এই মেয়েকে এই জীবনে আমার প্রয়োজন
একটি মেয়ে; লাজুক মেয়ে
হাসলে গালে টোল পড়ে
এই মেয়েকে ডাকব কাছে বলনা আমি কোন ছলে
হাসলে মেয়ে; ফুলও হাসে
কাঁদলে ঝর্ণা ঝরে
রেশম কালো চুলের দোলায় নিবিড় হাওয়া দোলে
কাজল কালো চোখের তারায়
প্রভাত রবি হাসে
বলনা কেউ সেই মেয়েকি আমায় ভালোবাসে?
সেই মেয়েকি আসবে কাছে
রাখবে হাতে হাত
করব তাকে জীবনসাথী
এই ভাবনায় কাটে দিন কাটে আমার রাত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ০৯/০৭/২০১৪খুব সুন্দর কবিতা পাঠে মন ভরে গেলো ।
-
তাপস চট্টোপাধ্যায় ০৮/০৭/২০১৪asadharan lekhani. bhalo laglo
-
সুরজিৎ সী ০৮/০৭/২০১৪Just অসাধারণ!!
-
রামবল্লভ দাস ০৮/০৭/২০১৪সত্যিই লাজুক মেয়ের প্রেমময় চেতনা মুগ্ধ করলো আমাকে । ধন্য কবি ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৭/০৭/২০১৪বাহ চমৎকার।
-
কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪বেশ সুন্দর ভাবনার লিখনী। ভালো লাগা রেখে গেলাম।
-
মোঃ সোহেল মাহমুদ ০৭/০৭/২০১৪ভালো লাগলো। চমৎকার ভালোবাসার কবিতা। আমার পাতায় আমন্ত্রণ..