আসগার এইচ পারভেজ
আসগার এইচ পারভেজ-এর ব্লগ
-
আমাকে আঘাত দিওনা, আমি তোমাদের ভালবাসা দেব
আমাকে দুঃখ দিওনা, আমি কাঁদতে পারবোনা
আমার চোখে আর জল নেই
আমার দুচোখ আজ মরুভূমির মত শুষ্ক [বিস্তারিত] -
আমার বুকের গভীর কোণে, খুব গোপনে
একটি কষ্ট লুকিয়ে আছে, খুব নিরবে
ছাইচাপা আগুন যেন, দিবা নিশি আমায় পোড়ে
খুব যতনে, ধীরে ধীরে [বিস্তারিত] -
এসো তবে হিসেবটা আর একবার মিলিয়ে নিই
ভালবাসার কাছে কে কতটা ঋণী
কফোঁটা চোখের জলের বিনিময়ে পেয়েছ
কতগুলো বিনিদ্র রাত, অথবা [বিস্তারিত] -
কীভাবে মরবে তুমি
কীভাবে মরতে চাও বল
ঝটপট সিদ্ধান্ত নাও কেমন মৃত্যু কাম্য তোমার
সন্ত্রাসীর বুলেটে এফোঁড় ওফোঁড় হয়ে [বিস্তারিত] -
কাল রাতে, ঝড়ের পরে বৃষ্টি এসেছিল
বৃষ্টির পরে অন্ধকার
মেঘের সাথে লুকোচুরি খেলতে খেলতে
তোমার চোখ [বিস্তারিত] -
তুই কি মেয়ে দুঃখ নিবি
কষ্টগুলো সাজিয়ে গুছিয়ে, খুব যতনে
র্যাপিং পেপার মুড়ে দেবো, তুই কি নিবি
অশ্রুগুলো যত্নকরে, ঝা-চকচকে কাঁচের গ্লাসে [বিস্তারিত] -
আমি খুব দুঃখ পুষে রাখি
বুকের ভিতর ছোট্ট ঘরে, দুঃখ যেন
চন্ঞলা এক চড়ই পাখি
যত্নকরে খাবার দিয়ে, আদর দিয়ে [বিস্তারিত] -
লাল শাড়ি পরতেই হবে এমন কোন কথা নেই
কপালে লাল টিপ না থাকলেও চলবে
শুধু এলোচুলে কয়েকটি বেলীফুল গুঁজে এসো
হাতে হাত থাকতেই হবে এমন কোন কথা নেই [বিস্তারিত] -
সমুদ্রভ্রমন এবং পর্বতারোহন কি একইসাথে সম্ভব?
জানি বিজ্ঞজনেরা বলবেন, না
আর প্রেমিকেরা, হ্যাঁ --- আমিও বলি
কারন, আমিও একজন প্রেমিক [বিস্তারিত] -
অন্য কিছু ভাবার সময় নেই
নিজেকে নিয়েই এখন ব্যস্ত
তুমিও ভালো আছ একা একা! বেশতো
আমি নাহয় কষ্ট নিয়েই বুকের ভিতর, থাকব [বিস্তারিত] -
মেয়েটি বলল, একদিন আমিও নদী হব
আমার বুকের তরঙ্গে সাঁতার কাটার অধিকার
শুধুই তাকে দেবো, যে আমাকে
সবচে' বেশি ভালোবাসবে [বিস্তারিত] -
আমার একটি আকাশ চাই
সম্পূর্ন নিজস্ব একটি আকাশ
যে আকাশের সবটুকু নীল হবে আমার
যে আকাশে মেঘের উড়াউড়ি, রোদ-বৃষ্টির খেলা [বিস্তারিত] -
পাখি উড়ে
বিশাল নীলিমার বুকে ডানার চিহ্ন এঁকে যায়
এইটুকুন একটি পাখি
সে কী না আকাশ ছুঁতে চায়! [বিস্তারিত] -
সেই কথাটি হয়নি বলা কখনোই
রাখা হয়নি চোখে চোখ
তবুও হৃদয় দিয়ে দুজনেই করি
দুজনার হৃদয় অনুভব [বিস্তারিত] -
তোমার চোখের অশ্রু গাঁথায়
গাঁথব আমার বিজয় মালা
চাইনা ফুলের বরণ ডালা
চাইনা মুখের মিষ্টি হাসি [বিস্তারিত]