দূর্গা দূর্গা বলো মন আমার
দূর্গা দূর্গা বলো মন আমার
পরাণে দিচ্ছে খুশির দোলা,
শরৎতের আহ্বানে মায়ের আগমনে
গ্ৰামে গঞ্জে পড়ল সারা।।
১০৮ টা ফুলে অকাল বোধন
কে বোঝে বল মায়ের লীলা,
শত দুঃখ কষ্ট এবার যাবে ঘুচে
এলো অভয় দেবে অপরাজিতা।।
পথে ঘাটে মাঠে হচ্ছে কথা
আবার বছর ঘুরে এসেছে দূর্গা,
মনের অন্ধকার যাবে দূরে
যখন পরবে মায়ের কিরণ ছটা।।
পরাণে দিচ্ছে খুশির দোলা,
শরৎতের আহ্বানে মায়ের আগমনে
গ্ৰামে গঞ্জে পড়ল সারা।।
১০৮ টা ফুলে অকাল বোধন
কে বোঝে বল মায়ের লীলা,
শত দুঃখ কষ্ট এবার যাবে ঘুচে
এলো অভয় দেবে অপরাজিতা।।
পথে ঘাটে মাঠে হচ্ছে কথা
আবার বছর ঘুরে এসেছে দূর্গা,
মনের অন্ধকার যাবে দূরে
যখন পরবে মায়ের কিরণ ছটা।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৭/১০/২০২১Valo
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১০/২০২১ভাল।
-
ফয়জুল মহী ০৬/১০/২০২১অসাধারণ প্রকাশ।
-
সুব্রত ভৌমিক ০৬/১০/২০২১বাঃ, সুন্দর ছন্দে মনের কথা।
শুভেচ্ছা রইল কবি।