মুজিব কন্ঠ
---মুজিব কন্ঠ
------------অন্তর চন্দ্র
আহা! অপূর্ব সূর্য উঠেছে
কি দারুন তেজ, চোখে স্বপ্ন
অদম্য বিশ্বাস, দৃঢ় প্রতিজ্ঞা
নতুনত্বের বিকাশ নিয়ে বসে আছে।
চমৎকার! তার কণ্ঠস্বর
হৃদয়স্পর্শী কথা বলার ধরন।
তর্জনী তুলে কখনো শত্রু দেখিয়েছেন
কখনো তর্জনী তুলে স্বপ্ন ও আলোর পথ চিনিয়েছেন।
কে তিনি? কেন তাকে জানতে হবে?
তিনি গর্বের উদ্দাম, কর্মশীল, সৎ এবং মহান
বাংলার পূর্ণশশী, ভোরের কোকিল, মুজিব।
মুজিব কে?
শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশের জাতির জনক স্বপ্নীল সূর্য।
কোথায় তিনি?
বাংলার মাঠে - ঘাসে পথে- প্রান্তরে
প্রত্যেকের ঘরে ঘরে সবার অন্তরে।
সূর্য হয়ে আজও তিনি বেঁচে আছেন
আজও তার কন্ঠস্বর ভেসে আসে কানে।
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ।"
এই সেই কণ্ঠস্বর।
------------অন্তর চন্দ্র
আহা! অপূর্ব সূর্য উঠেছে
কি দারুন তেজ, চোখে স্বপ্ন
অদম্য বিশ্বাস, দৃঢ় প্রতিজ্ঞা
নতুনত্বের বিকাশ নিয়ে বসে আছে।
চমৎকার! তার কণ্ঠস্বর
হৃদয়স্পর্শী কথা বলার ধরন।
তর্জনী তুলে কখনো শত্রু দেখিয়েছেন
কখনো তর্জনী তুলে স্বপ্ন ও আলোর পথ চিনিয়েছেন।
কে তিনি? কেন তাকে জানতে হবে?
তিনি গর্বের উদ্দাম, কর্মশীল, সৎ এবং মহান
বাংলার পূর্ণশশী, ভোরের কোকিল, মুজিব।
মুজিব কে?
শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশের জাতির জনক স্বপ্নীল সূর্য।
কোথায় তিনি?
বাংলার মাঠে - ঘাসে পথে- প্রান্তরে
প্রত্যেকের ঘরে ঘরে সবার অন্তরে।
সূর্য হয়ে আজও তিনি বেঁচে আছেন
আজও তার কন্ঠস্বর ভেসে আসে কানে।
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ।"
এই সেই কণ্ঠস্বর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমান শেখ ১৯/০৮/২০২১সুন্দর মনোভাব সুন্দর প্রকাশ
-
ফয়জুল মহী ১৮/০৮/২০২১Excellent
-
মিন ১৮/০৮/২০২১আহা চমৎকার শৈলী !! বহুদিন পরে নিঝের মাতা নিঝে পাটিয়ে পেলতে ইচ্চে করচে ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৮/২০২১Very nice presentation
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৮/২০২১ভালোলাগা রইলো।
-
অভিজিৎ হালদার ১৭/০৮/২০২১ভালো
-
ফয়জুল মহী ১৭/০৮/২০২১খুব সুন্দর কবিতা।