www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধু যখন অসৎ হয়

-------- *বন্ধু যখন অসৎ হয়*
------------ *লক্ষ্মীশ্রী*
অন্তর চন্দ্র

যে ছেলেটি একসময়ে পড়া নিয়ে খুব ব্যস্ত ছিল। কাউকেই পাত্তা দিত না এমনকি আমি ওর কাছে বন্ধু আমাকেও না। কিন্তু সময়ের পরিবর্তনে সব এক নিমেষে বদলে গেছে। তার আর পড়াশোনা ভালো লাগে না। সব সময় মোবাইল ,ফেসবুক যেন জড়িয়ে আছে। আমি তাকে দেখে আশ্চর্য! অনেকটা থমকে গেলাম। ছেলেটি আমাকে ভুলে গেছে। শুধু আমি না , পরিবারের কাছ থেকে জানতে পারলাম। ওখানেও তার অনেক যন্ত্রণা সহ্য করে চলতে হয় পরিবারকে। এতদিন দেখতাম শান্ত , সরল ছেলেটি পড়া নিয়ে সব সময় থাকে। আজ কিছু অসৎ বন্ধুদের সাথে হাত মিলিয়ে তার এই অবস্থা। সে বুঝতে পারেনি ভবিষ্যতের চেহারাটা কেমন? সে আজ ফেসবুকে চ্যাট করছে। প্রেম, ভালোবাসা কিশোর বয়সে তাকে গ্রাস করেছে। সে কখনো বোঝার চেষ্টা করেনি। নিজের পরিবারের দিকেও চেয়ে তাকায়নি। এই বয়সেই সে অনেকটা আসক্ত হয়ে গেছে মোবাইলের প্রতি। আমার দুঃখ হয় তাকে নিয়ে। যাকে নিয়ে পুরো গ্ৰাম গর্ব করতো সে আজ নষ্ট হয়ে গেছে। কাউকে সম্মান পর্যন্ত দেয় না। নিজেকে ভুল পথে চালিত করেছে প্রতিপদে। কলঙ্কময় গভীর অন্ধকারে সে ধুকে ধুকে মরছে। আজ তার পাশে কেউ এসে দাঁড়ায় না কারণ সে নিজেকে ভালো করতে পারেনি। তার কাছে গিয়ে দাঁড়ালাম। ভুল থেকে সঠিক পথে নিয়ে আসতে চাইলাম কিন্তু সে বলল,,, "আমার এটাই ভালো। আমাকে উপদেশ দিতে আসবে না। আমি ভালো মন্দ সব বুঝি"। বারবার তাকে বললাম এসব বাদ দাও। আবার পড়াশোনায় মনোযোগ দাও। তার কোন উত্তর পেলাম না। ও যেন আমার প্রতি রাগ হয়ে আছে। তাই তাকে আর কিছু বললাম না। ফিরে গেলাম পরিবারের কাছে। জানতে চাইলাম আপনারা কেন তাকে সামলাতে পারলেন না? কারো কোন উত্তর পেলাম না। কেউ একজন হঠাৎ করে বলল, সব আমাদের দোষ। আমরা যদি ছোট্ট থেকে তাকে শাসন করতাম। বেশি ভালোবাসা না দিতাম তাহলে আজ সব ঠিক হয়ে যেত। সে নতুনত্বের স্বপ্ন দেখতো। কখনো তার খোঁজ খবর রাখিনি, সে কোথায় যায় কী করে? এসব বিষয় তো খেয়াল করিনি। অতিরিক্ত ভালবাসা দিয়েছিলাম। এর জন্য পিতা-মাতা বিশেষভাবে দায়ী। আজ একটি সন্তানের ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত। তাকে সর্বক্ষণে অসৎ এবং মাদকাসক্ত দেখা যায়। অসৎ বন্ধুদের সাথে তার এই করুণ দশা।

(সংক্ষিপ্ত)

🌼🌼🌼🌼♥️♥️🌼
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৩৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রাজা গুহ ২১/০৭/২০২১
    ভালো লেখা।
 
Quantcast