www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অতীত

অতীত

- অন্তর চন্দ্র
(জীবনমুখী )

শুনেছি ভোরবেলার স্বপ্ন সত্যি হয়
আজ কোন এক ঢেউয়ের স্রোতে ক্ষয়।।
অবলা পাখিটি ডানা মেলে উড়ে যায়
কালো মেঘের ওই পারে চাতক চায়।।
নরম সুরগুলি বদলে গেছে স্মৃতির জোৎস্নায়
শুধু নিভু নিভু আলোর ঝলকটুকু থেকে যায়।।
এপার ভাঙে ওপার গড়ে স্বপ্ন নিয়ে
তবুও নীড় হারা পাখিটি চেয়ে থাকে।।
প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে ভেসে ওঠে
ম্লান পথ বেয়ে স্রোতধারা নেমে আসে।।
সে শব্দ কারো কাণে পৌঁছায় না জানি
মাঘের শিশিরের মতন ঝরে পড়ে স্বপ্নগুলি।।
অতীত স্মৃতির আঙ্গিনার দিকে তাকিয়ে
বেদনাগুলো ক্ষত রেখে যায় মুহূর্তের কাছে।।
আপন পর হয়ে যায় সময়ের কাছে
বালুচর ঠিকই আছে নদী মরে গেছে ‌।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জাগ্রত যুবক ১৩/০৭/২০২১
    দারুন লিখেছেন
  • অভিজিৎ হালদার ১৩/০৭/২০২১
    সুন্দর
  • ফয়জুল মহী ১৩/০৭/২০২১
    অসীম সুন্দর উপস্থাপন,
    খুব ভালো লাগলো কবি,
  • ভোরের স্বপ্ন নয় স্বপ্ন
  • শমসের শেখ ১২/০৭/২০২১
    অসাধারণ লিখেছেন
  • সুন্দর লেখনী প্রকাশ করেছেন।
  • কানিজ ফাতেমা ১২/০৭/২০২১
    ভালো লেগেছে...বিশেষ করে শেষ লাইনটি...
    অনেক অনেক শুভকামনা রইলো
 
Quantcast