শুভ নববর্ষ
কে বল ভাই রঙিন প্রভাত মাঝে
নিরব চোখে তাকিয়ে দেখে দিপ্তি যেন হাসে
গুঞ্জনে সুর মধুর বিহঙ তাথৈ তাথৈ নাচে ।
অরুন প্রাতে তরুণ জাগে পুষ্প ফুটে ডালে
নতুনত্বের জোয়ার আসে বাঙালির ওই মনে ।
রঙিন হয়ে রাঙা পায়ে যায় কিশোরী হেঁটে
ছন্দে ছন্দে রঙের মাঝে বোশেখ ছুটে আসে।
ও কালো মেঘ ওমন করে দেখিস না চেয়ে
বসন্তের ওই বিদায় বেলা রাঙিয়ে দিয়ে যা রে ।
সবার সুখে রব পাশে দুঃখ ঘুচে যাবে
মিলন মেলা গায়ের মাঠে চলছে প্রেমীর সনে ।
জীবন ধারার গভীর স্রোতে ভাষিয়ে দিল মোরে
সত্যে চল সাম্যের সাথে পথে পিদিম জ্বলে ।
চল চল ভাই ক্লান্ত দিনে বট গাছটির তলে
জানান দিল নক্ষত্রেরা আকাশ আলো করে ।
সকল কাজে সকল মাঝে খুশির খবর আসে
মরুভূমি তপ্ত বালু আনন্দেতে ঝিকিমিকি করে।
নদীর জলে জোৎস্না পড়ে জোয়ার ওঠে বেগে
নতুন সাজে নববর্ষ এলো রে ভাই বাঙালির সনে ।
মন মাতানো গানের সুরে ভুবন দেখ হাসে
বাংলার ঘরে ঘরে নতুন জীবন সাজে।
প্রকৃতিতে নতুন ভাবে প্রেমের জোয়ার আসে
প্রখর রৌদ্রে ঝড়ের দিনে বোশেখ কাছে আসে।
নতুন বছর নতুন সুরে নববর্ষের আগমনে
বোশেখ জুড়ে ভুবন মাতে স্বপ্ন রঙিন হয়ে।
নিরব চোখে তাকিয়ে দেখে দিপ্তি যেন হাসে
গুঞ্জনে সুর মধুর বিহঙ তাথৈ তাথৈ নাচে ।
অরুন প্রাতে তরুণ জাগে পুষ্প ফুটে ডালে
নতুনত্বের জোয়ার আসে বাঙালির ওই মনে ।
রঙিন হয়ে রাঙা পায়ে যায় কিশোরী হেঁটে
ছন্দে ছন্দে রঙের মাঝে বোশেখ ছুটে আসে।
ও কালো মেঘ ওমন করে দেখিস না চেয়ে
বসন্তের ওই বিদায় বেলা রাঙিয়ে দিয়ে যা রে ।
সবার সুখে রব পাশে দুঃখ ঘুচে যাবে
মিলন মেলা গায়ের মাঠে চলছে প্রেমীর সনে ।
জীবন ধারার গভীর স্রোতে ভাষিয়ে দিল মোরে
সত্যে চল সাম্যের সাথে পথে পিদিম জ্বলে ।
চল চল ভাই ক্লান্ত দিনে বট গাছটির তলে
জানান দিল নক্ষত্রেরা আকাশ আলো করে ।
সকল কাজে সকল মাঝে খুশির খবর আসে
মরুভূমি তপ্ত বালু আনন্দেতে ঝিকিমিকি করে।
নদীর জলে জোৎস্না পড়ে জোয়ার ওঠে বেগে
নতুন সাজে নববর্ষ এলো রে ভাই বাঙালির সনে ।
মন মাতানো গানের সুরে ভুবন দেখ হাসে
বাংলার ঘরে ঘরে নতুন জীবন সাজে।
প্রকৃতিতে নতুন ভাবে প্রেমের জোয়ার আসে
প্রখর রৌদ্রে ঝড়ের দিনে বোশেখ কাছে আসে।
নতুন বছর নতুন সুরে নববর্ষের আগমনে
বোশেখ জুড়ে ভুবন মাতে স্বপ্ন রঙিন হয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০২/০৭/২০২১বেশ সুন্দর হয়েছে