আশি টাকার পোশাক
সেটা ছিল তার, একমাত্র প্রথম উপহার
আশি টাকার পোশাক..
এমনিতে সেটা দামী নয়,
লক্ষ টাকার পোশাকে ঢাকা পরে যাওয়া
অথবা লক্ষ টাকার সিন্দুক
পোশাকে ঢেকে রাখা--
মানুষদের কাছে..
সেটা ছিল তাদের ব্যবহার করা পোশাক।
সস্তার কোনো বাজার থেকে,
হাজার দামদরের পর
পঁচাশি টাকা থেকে এক-এক টাকার তর্ক ক'রে
তার আশি টাকাতে কেনা।
আমি জানি পনেরোশো টাকা মাত্র--
তখন তার মাসিক আয়,
আশি একটি বড়ো অঙ্ক তার কাছে
যতটা সে সর্বোচ্চ আমার জন্য
খরচ করতে পারত।
তবু সেই আশি টাকার পোশাকেই খুঁজে নিয়েছি
আশি হাজার টাকার সুখ;
অন্তত একটি পোশাকে কিছুসময়
দুজনে একত্রে থাকা যায়,
যার একটি বোতাম ও যদি হাড়ায়--
খুঁজে এনেছি
একই রঙের আরেকটি বোতাম,
পুরোনো হতে দিইনি আজও
-তার আশি টাকা দাম।
তবে আজ মাসিক আয় হয়েছে লক্ষ টাকা
তার উপহারের পোশাক
এখন আশি হাজার টাকা দাম...
শুধু পোশাক দিতে পারে সে,
পারেনা সে পোশাকে নীজের যায়গা দিতে-
একত্রে..আমার পাশে...
আশি টাকার পোশাক..
এমনিতে সেটা দামী নয়,
লক্ষ টাকার পোশাকে ঢাকা পরে যাওয়া
অথবা লক্ষ টাকার সিন্দুক
পোশাকে ঢেকে রাখা--
মানুষদের কাছে..
সেটা ছিল তাদের ব্যবহার করা পোশাক।
সস্তার কোনো বাজার থেকে,
হাজার দামদরের পর
পঁচাশি টাকা থেকে এক-এক টাকার তর্ক ক'রে
তার আশি টাকাতে কেনা।
আমি জানি পনেরোশো টাকা মাত্র--
তখন তার মাসিক আয়,
আশি একটি বড়ো অঙ্ক তার কাছে
যতটা সে সর্বোচ্চ আমার জন্য
খরচ করতে পারত।
তবু সেই আশি টাকার পোশাকেই খুঁজে নিয়েছি
আশি হাজার টাকার সুখ;
অন্তত একটি পোশাকে কিছুসময়
দুজনে একত্রে থাকা যায়,
যার একটি বোতাম ও যদি হাড়ায়--
খুঁজে এনেছি
একই রঙের আরেকটি বোতাম,
পুরোনো হতে দিইনি আজও
-তার আশি টাকা দাম।
তবে আজ মাসিক আয় হয়েছে লক্ষ টাকা
তার উপহারের পোশাক
এখন আশি হাজার টাকা দাম...
শুধু পোশাক দিতে পারে সে,
পারেনা সে পোশাকে নীজের যায়গা দিতে-
একত্রে..আমার পাশে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১০/০৩/২০২২অনুপম লেখা