ফিরে আসি
ফিরে আসি আকাশের ঠিকানা ভেদ করে।
অলৌকিক কিছু নেই;
আছে আত্মার দুরন্ত আবেগের ঘরছাড়া
ইচ্ছে রঙিন শব্দগুচ্ছের অভয়ারণ্য!
কবিতার মায়াজাল আসমান জমিনের
ফারাক বুঝতে চায় না, চায়নি কোনদিন,
নবজাতক শব্দের অতল দরিয়া অথই
ভাবনায় ছেদ করে যায় নক্ষত্র সামিয়ানা।
ফিরে আসি আমি-
শব্দের মিছিলে, নশ্বর জীবনের মোড়ে।
অলৌকিক কিছু নেই;
আছে আত্মার দুরন্ত আবেগের ঘরছাড়া
ইচ্ছে রঙিন শব্দগুচ্ছের অভয়ারণ্য!
কবিতার মায়াজাল আসমান জমিনের
ফারাক বুঝতে চায় না, চায়নি কোনদিন,
নবজাতক শব্দের অতল দরিয়া অথই
ভাবনায় ছেদ করে যায় নক্ষত্র সামিয়ানা।
ফিরে আসি আমি-
শব্দের মিছিলে, নশ্বর জীবনের মোড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ২৭/১০/২০২১সুন্দর লিখেছেন
-
জামাল উদ্দিন জীবন ২৬/১০/২০২১বেশ।
-
সুব্রত ভৌমিক ২৫/১০/২০২১বাঃ, সুন্দর লিখেছেন।
শুভেচ্ছা থাকল। -
অভিজিৎ হালদার ২৪/১০/২০২১সুন্দর অনুভূতি
-
সুব্রত ভৌমিক ২৪/১০/২০২১বেশ ভালো লাগলো।
শুভেচ্ছা রইল। -
ফয়জুল মহী ২৩/১০/২০২১Excellent writen
-
শ.ম. শহীদ ২৩/১০/২০২১খুব সুন্দর হয়েছে।