শীত এলো
শীত এলো গীত গেয়ে
কূয়াশার ভোরে,
শীত এলো পাড়াগা'য়ে
ভেজা গীত সুরে!
শীত এলো বাড়ি বাড়ি
এলো শহর জুরে,
খাল-নদী আলপথ ও
পাতাল ফুঁড়ে!
শীত এলো জল-স্থলে
বিয়েবাড়ি মাঠে,
শীত এলো পিঠে-গুড়ে
ঘুম ঘুম হাটে!
শীত এলো শীত নিয়ে
হীম হীম বনে,
শীত এলো জনে জনে
কাঁথামোড়া মনে!
শীত এলো শিশির ও
ঘাসেদের গায়,
শীত এলো শীতে যেনো
উম জামা পাই!
কূয়াশার ভোরে,
শীত এলো পাড়াগা'য়ে
ভেজা গীত সুরে!
শীত এলো বাড়ি বাড়ি
এলো শহর জুরে,
খাল-নদী আলপথ ও
পাতাল ফুঁড়ে!
শীত এলো জল-স্থলে
বিয়েবাড়ি মাঠে,
শীত এলো পিঠে-গুড়ে
ঘুম ঘুম হাটে!
শীত এলো শীত নিয়ে
হীম হীম বনে,
শীত এলো জনে জনে
কাঁথামোড়া মনে!
শীত এলো শিশির ও
ঘাসেদের গায়,
শীত এলো শীতে যেনো
উম জামা পাই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আখলাক হুসাইন ১৮/০১/২০২১চমৎকার ছন্দ
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/০১/২০২১চিত্তছোঁয়া কবিতা।
মুগ্ধতা ও ভালোলাগা একরাশ। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০১/২০২১marvelous post
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/০১/২০২১ভালো
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০১/২০২১ভাল।
-
ফয়জুল মহী ১৭/০১/২০২১লেখা পড়ে মোহিত হলাম । অজস্র ভালোবাসা
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০১/২০২১এলো শীত
জীবনের গীত।