খোঁজ খবর
কেমন আছো মিথিলা'?
তোমার সেই মেহেদী গাছটা এখনও আছে?
সে কি আগের মতোই উপরে সবুজ ভেতরে
রক্তাক্ত ক্ষত নিয়েও অক্সিজেনের যোগান দিয়ে যাচ্ছে?
কতোদিন হলো তোমার সেই
মেহেদী লাগানো শৈল্পিকতা দেখিনা!
তোমার হাতে রাঙানো মেহেদীর কারূকার্য
কিযে ভাল লাগতো, তা আমি ছাড়া কেউ
জানতো না, তুমি জানতে ওসব, ঠিকই বুঝতে তা।
তবুও কেনো যে অবুঝের মতো বরাবরই
চুপটি মেরে থাকতে!
আমি জানি, সবই জানি। থাক ওসব
করোনা' চলে গেলে এসো একদিন,
এখন ঘরেই থেকো, সাবধানে থেকো,
জানতো করোনা' বড্ড বেশি বাড়াবাড়ি করছে!
যেমন তোমার আমার সম্পর্কে কেউ করুনা করেনি ।
তাতে কি? ভালোবাসা কি এতোই ঠুনকো, মরে যাবে?
তোমাকে ভালোবেসে আজ আমিই মেহেদী পাতা হয়ে
পড়ে আছি কোন এক রাজ্যের সমাজ্ঞীর দুটি হাতে!
তুমি ভালো থেকো, আমি ভালো আছি।
খুব ভালো, যে ভালোর নেই আর হারানোর ভয়।
আমার সব আছে শুধু মিথিলা' তুমিই নেই!
#সআ
তোমার সেই মেহেদী গাছটা এখনও আছে?
সে কি আগের মতোই উপরে সবুজ ভেতরে
রক্তাক্ত ক্ষত নিয়েও অক্সিজেনের যোগান দিয়ে যাচ্ছে?
কতোদিন হলো তোমার সেই
মেহেদী লাগানো শৈল্পিকতা দেখিনা!
তোমার হাতে রাঙানো মেহেদীর কারূকার্য
কিযে ভাল লাগতো, তা আমি ছাড়া কেউ
জানতো না, তুমি জানতে ওসব, ঠিকই বুঝতে তা।
তবুও কেনো যে অবুঝের মতো বরাবরই
চুপটি মেরে থাকতে!
আমি জানি, সবই জানি। থাক ওসব
করোনা' চলে গেলে এসো একদিন,
এখন ঘরেই থেকো, সাবধানে থেকো,
জানতো করোনা' বড্ড বেশি বাড়াবাড়ি করছে!
যেমন তোমার আমার সম্পর্কে কেউ করুনা করেনি ।
তাতে কি? ভালোবাসা কি এতোই ঠুনকো, মরে যাবে?
তোমাকে ভালোবেসে আজ আমিই মেহেদী পাতা হয়ে
পড়ে আছি কোন এক রাজ্যের সমাজ্ঞীর দুটি হাতে!
তুমি ভালো থেকো, আমি ভালো আছি।
খুব ভালো, যে ভালোর নেই আর হারানোর ভয়।
আমার সব আছে শুধু মিথিলা' তুমিই নেই!
#সআ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৪/২০২০দুরন্ত মনোবাসনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০৪/২০২০করোনা নির্মূল চাই।
-
সীমন্ত মৈত্র ১৯/০৪/২০২০পৃথিবী শান্ত হবে আবার...
মিলবে সবাই তারাতারি মনের বাইরে আবার... -
ফয়জুল মহী ১৯/০৪/২০২০খুবই ভালো লাগলো।