মানুষ এবং
আজ এখানে মানুষরা
খায়দায় ঘুমায়,
বড্ড বেশী অসহায়ত্বে দিন কাটায়
চাঁদ আর মঙ্গল গ্রহে স্বপ্নের
আবাস গড়ে তোলার পরিকল্পনাকারি!
অথচ আজ এখানে রাজত্ব করছে
একচ্ছত্র আধিপত্য বিস্তারে -নভেল করোনা-!
মানুষের অতিরিক্ত গতিই কি
দূরগতির বড় কারন?
অসভ্যতা আজও সভ্যতার দেয়ালে
সজোরে গোপনে-প্রকাশ্যে ঝাঁকুনিতে
কাঁপিয়ে যায়, আর মানুষ ভোক্তভোগী
হয়ে কাতরায়, কখনোবা হাপিত্যেশে
পরাজিত হতে হতে জয়ী হয়।
নতুন বাঁচার স্বপ্নে এগিয়ে চলে
সময়ের সাথে, মৃত্যুকে আলিঙ্গন করে।
মানুষরা জিতুক , জয়ী হোক সভ্যতা।
আজ এখানে মানুষরা খায়দায় আর
বাঁচার লড়াইয়ে প্রস্তুতি নেয়...
#সআ
#২৪-০৩_২০২০
খায়দায় ঘুমায়,
বড্ড বেশী অসহায়ত্বে দিন কাটায়
চাঁদ আর মঙ্গল গ্রহে স্বপ্নের
আবাস গড়ে তোলার পরিকল্পনাকারি!
অথচ আজ এখানে রাজত্ব করছে
একচ্ছত্র আধিপত্য বিস্তারে -নভেল করোনা-!
মানুষের অতিরিক্ত গতিই কি
দূরগতির বড় কারন?
অসভ্যতা আজও সভ্যতার দেয়ালে
সজোরে গোপনে-প্রকাশ্যে ঝাঁকুনিতে
কাঁপিয়ে যায়, আর মানুষ ভোক্তভোগী
হয়ে কাতরায়, কখনোবা হাপিত্যেশে
পরাজিত হতে হতে জয়ী হয়।
নতুন বাঁচার স্বপ্নে এগিয়ে চলে
সময়ের সাথে, মৃত্যুকে আলিঙ্গন করে।
মানুষরা জিতুক , জয়ী হোক সভ্যতা।
আজ এখানে মানুষরা খায়দায় আর
বাঁচার লড়াইয়ে প্রস্তুতি নেয়...
#সআ
#২৪-০৩_২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৮/০৩/২০২০চমৎকার লেখ।
-
একনিষ্ঠ অনুগত ২৮/০৩/২০২০অনেকদিন পর পেলাম এখানে। সুন্দর লেখনী।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০৩/২০২০awesome!
-
ফয়জুল মহী ২৭/০৩/২০২০লেখা পড়ে ভালো লেগেছে। চমৎকার লিখেছেন।
-
গাজী তারেক আজিজ ২৭/০৩/২০২০ভালো