তুমি এলে-সফিউল্লাহ আনসারী
যেনো এক পশলা বৃষ্টি, তুমি এলে
গতানুগতিক এই বরষায় আমাদের প্রথম
দেখা, মনে আছে? মনে আছে তোমার সেই
হটাৎ বৃষ্টির ক্ষণ? আমরা কতোই না সুখি ছিলাম
সেই আবেগ ভরা মাখামাখিতে!
আহা সেই সময়! ফিরে আসবার প্রার্থনা আমার
সেই বরষন দিনটা! যদি আসে! চাতক প্রতিক্ষা আমার।
তোমাকে পাওয়ার জন্য....!
'তুমি চলে এসো,চলে এসো এক বরষায়...'
গানটা শুনছিলাম আর অব্যাক্ত প্রতিক্ষা আমার
চোখের কোন ভিজিয়ে দিচ্ছে..!
আবার এলো যে বর্ষা আমাদের আবেগ আর
ভালোবাসাকে সজীব করে দিতে। তুমি এসো,চলে এসো কদম বনে।
আমাদের প্রেম যেখানটায় পবিত্রতম চুম্বনের স্বাক্ষি!
বৃষ্টি হয়ে তুমি এসো,একান্তে,নির্ভরতায়,
রেখে যাও মমতার প্রমাণ!
গতানুগতিক এই বরষায় আমাদের প্রথম
দেখা, মনে আছে? মনে আছে তোমার সেই
হটাৎ বৃষ্টির ক্ষণ? আমরা কতোই না সুখি ছিলাম
সেই আবেগ ভরা মাখামাখিতে!
আহা সেই সময়! ফিরে আসবার প্রার্থনা আমার
সেই বরষন দিনটা! যদি আসে! চাতক প্রতিক্ষা আমার।
তোমাকে পাওয়ার জন্য....!
'তুমি চলে এসো,চলে এসো এক বরষায়...'
গানটা শুনছিলাম আর অব্যাক্ত প্রতিক্ষা আমার
চোখের কোন ভিজিয়ে দিচ্ছে..!
আবার এলো যে বর্ষা আমাদের আবেগ আর
ভালোবাসাকে সজীব করে দিতে। তুমি এসো,চলে এসো কদম বনে।
আমাদের প্রেম যেখানটায় পবিত্রতম চুম্বনের স্বাক্ষি!
বৃষ্টি হয়ে তুমি এসো,একান্তে,নির্ভরতায়,
রেখে যাও মমতার প্রমাণ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আভিক শ্যাম ১৫/০৮/২০১৮দারুন লেখা কবিবর
-
রনি বিশ্বাস ১৪/০৮/২০১৮প্রথম প্রেম মনে পড়ে গেল কবিবন্ধু। শুভেচ্ছা জানবেন।
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৮/২০১৮রোম্যান্টিক ভাবনা।
-
মধু মঙ্গল সিনহা ১৪/০৮/২০১৮খুব ভাল লাগল।ধন্যবাদ
-
কাজী জহির উদ্দিন তিতাস ১৪/০৮/২০১৮অসধারণ