কনকনে শীত
কনকনে শীত আর
শিশিরেরা আসে
খেজুরের রসে বসে
মৌমাছি হাসে।
ভনভনিয়ে মৌমাছি
সারাক্ষণ ব্যস্ত
শীত এলে সরষের
কাছে হয় ন্যস্ত।
হলুদের ছড়াছড়ি
চারদিকে উৎসব
ফুল পাখি ওলিদের
কি দারুন কলরব।
শীতে যদিও থাকে
কষ্টের কিছুটা
পিঠাপুলি উৎসবে
মাতোয়ারা শিশুটা।
বাংলা জুড়ে চলে
আনন্দ ঝরনা
দেখে শেখে মনে হয়
কেউ কারো পর না।
এইতো বাঙালির
ষড় ঋতু গীতে
যতোই কাবু করে
মজা খুব শীতে।
শিশিরেরা আসে
খেজুরের রসে বসে
মৌমাছি হাসে।
ভনভনিয়ে মৌমাছি
সারাক্ষণ ব্যস্ত
শীত এলে সরষের
কাছে হয় ন্যস্ত।
হলুদের ছড়াছড়ি
চারদিকে উৎসব
ফুল পাখি ওলিদের
কি দারুন কলরব।
শীতে যদিও থাকে
কষ্টের কিছুটা
পিঠাপুলি উৎসবে
মাতোয়ারা শিশুটা।
বাংলা জুড়ে চলে
আনন্দ ঝরনা
দেখে শেখে মনে হয়
কেউ কারো পর না।
এইতো বাঙালির
ষড় ঋতু গীতে
যতোই কাবু করে
মজা খুব শীতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ হুসাইন বিল্লাহ ০৪/০২/২০১৮ভালো লাগলো।
-
অভিষেক চক্রবর্তী ০৪/০২/২০১৮Baah..
-
কাজী জুবেরী মোস্তাক ০৪/০২/২০১৮বাস্তবতার ছবি পুরো কবিতায়
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৩/০২/২০১৮বাস্তবতার প্রতিচ্ছবি কবির মন ক্যামেরায়।বাহ চমৎকার!