খেয়ালিকা
বলতো
তোমার আমার মাঝে কেনো এতোটা দুরত্ব?
কি ছিলো কারন; নাকী অযথা বারন
আমাদের বন্ধুত্বে ! তোমার অপেক্ষায়
আমি বেঁচে থাকি আজো এ দ্বীধাগ্রস্থ সময়ে !
খেয়ালিকা
তুমি কোথায় আছো? অভিমানে একাকি
আমার মতোই নাকি? স্বপ্ন সুখের ভেলায়
কেবলী উচ্ছলতায় সময় কাটাও...?
আমি তোমাকে নিয়েই আছি আজো
শুধু অনুভবের সান্নিধ্যে......!
ভালো থেকো।
তোমার আমার মাঝে কেনো এতোটা দুরত্ব?
কি ছিলো কারন; নাকী অযথা বারন
আমাদের বন্ধুত্বে ! তোমার অপেক্ষায়
আমি বেঁচে থাকি আজো এ দ্বীধাগ্রস্থ সময়ে !
খেয়ালিকা
তুমি কোথায় আছো? অভিমানে একাকি
আমার মতোই নাকি? স্বপ্ন সুখের ভেলায়
কেবলী উচ্ছলতায় সময় কাটাও...?
আমি তোমাকে নিয়েই আছি আজো
শুধু অনুভবের সান্নিধ্যে......!
ভালো থেকো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
খন্দকার সাকিব ০৫/০৪/২০১৭বাহ্!
-
সুজিত মান্না ০৫/০৪/২০১৭আমি তুমি আমি তুমি আমি তুমি।।আমি তুমি আমি তুমি।
এতো কেন আমি তুমি! -
সাইয়িদ রফিকুল হক ০৫/০৪/২০১৭বেশ!
-
আশুতোষ দালাল ০৫/০৪/২০১৭মন ছুঁয়ে গেল
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৪/০৪/২০১৭ওহ!
দারুণ এক নিবেদনমূলক
কম্পোজিশন -
সফিউল্লাহ আনসারী ০৪/০৪/২০১৭আমন্ত্রণ বন্ধু,,,