বোকাদের প্রেমিক হতে নেই
পুর্ণিমার চাঁদ হয়ে মনের আকাশে ছিলে
সৌভাগ্যের দেবী হয়ে ;সুখ ছিল সময় জুড়ে !
সব মনে পড়ে;আজ
কতোটা নীখাদ ছিলো আমার ভালোবাসা
তুমিতো জানতে ! কেনো তবে
সইলোনা সেসব
আমার কপালে ?
ভাগ্য নিয়ন্তাকে মিছে দোষ দিয়ে লাভকি বলো
আমিই তো অযোগ্যতার দিয়েছি প্রমান।
সব মনে পড়ে; আজ বুঝলাম
বোকাদের প্রেমিক হতে নেই !
সৌভাগ্যের দেবী হয়ে ;সুখ ছিল সময় জুড়ে !
সব মনে পড়ে;আজ
কতোটা নীখাদ ছিলো আমার ভালোবাসা
তুমিতো জানতে ! কেনো তবে
সইলোনা সেসব
আমার কপালে ?
ভাগ্য নিয়ন্তাকে মিছে দোষ দিয়ে লাভকি বলো
আমিই তো অযোগ্যতার দিয়েছি প্রমান।
সব মনে পড়ে; আজ বুঝলাম
বোকাদের প্রেমিক হতে নেই !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ১৬/১২/২০১৪
-
আবিদ আল আহসান ১৪/১২/২০১৪nice
-
অ ১৪/১২/২০১৪হ্যা ঠিকই বলছেন, বোকাদের প্রেমিক হতে নেই ।
সুন্দর হয়েছে । -
অনিরুদ্ধ বুলবুল ১৩/১২/২০১৪লেখাটা 'বাংলা কবিতা'য় পড়লাম। ভাল হয়েছে তবে মন খারাপের কারণ নেই। প্রেমে পড়লে মানুষ বোকাই হয়।
শুভেচ্ছা কবি।
বিজয় দিবসের শুভেচ্ছা।