মানুষ
সত্যকে ধারন করেই
আপন অস্বিত্বে স্থির হতে চাই
চাই পোক্ত অবস্থানে;
চাই লাঞ্চিতেরে
সসম্মানে মানুষ নামে
অধীকার ফিরিয়ে দিতে
আমি মানুষ ! এবং বিবেক তাড়িত বলেই
মানুষের দল বড় করছি...!
এতেই এতো বাধা-বিপত্তি ?
এতেও হিংসে তোমাদের?
তাই বলেকি আমি মানুষ নামে বাঁচবোনা
মানুষের দলে ?
আপন অস্বিত্বে স্থির হতে চাই
চাই পোক্ত অবস্থানে;
চাই লাঞ্চিতেরে
সসম্মানে মানুষ নামে
অধীকার ফিরিয়ে দিতে
আমি মানুষ ! এবং বিবেক তাড়িত বলেই
মানুষের দল বড় করছি...!
এতেই এতো বাধা-বিপত্তি ?
এতেও হিংসে তোমাদের?
তাই বলেকি আমি মানুষ নামে বাঁচবোনা
মানুষের দলে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ১৫/০৯/২০১৪
-
কৌশিক আজাদ প্রণয় ১৫/০৯/২০১৪অসাধারণ একটি জীবনমুখী কবিতা। অধিকার > অধীকার... এখানে বোধহয় একটু ভুল আছে। এছাড়া কবিতার ভাবনাটি চমৎকার।
-
মনিরুজ্জামান শুভ্র ১৫/০৯/২০১৪লাঞ্চিত > লাঞ্ছিত,
অনেক ভাল লাগলো। -
শরীফুল ইসলাম আরশ ১৫/০৯/২০১৪গ্্হ্যফ্গ্ত
-
একনিষ্ঠ অনুগত ১৫/০৯/২০১৪হুম... বাঁচবেন।। আপনি না বাঁচলে যে আমরাও বাঁচব না।।
শুভেচ্ছা রইল।