খোঁজ রাখেনা কেউ
মন পবনের নৌকা আমার
হাওয়ার তালে
ভেসে চলার মধ্য পথে
আটকে গেছি নারীর জালে !
নারীর মাঝে
নাড়ীর বাধঁন
এক পিঠে হাসির জীবন
অন্য পিঠে কাঁদন !
বোঝে উঠার আগেই আমার
বাধঁন গেছে ছিড়ে
মধ্য সাগর উতাল-পাথাল
ফিরতে বাধা নীড়ে ।
সেই কবিতার চরনগুলো
দারুন কষ্টে লেখা
বাহির দেখে যায়না বোঝা
ভেতর ক্ষত যায়না দেখা !
ঝড়ের মতোন ভালোবাসা
মাতাল কষ্টের ঢেউ
লোনা জলে ভাসছে নৌকা
খোঁজ রাখেনা কেউ !
হাওয়ার তালে
ভেসে চলার মধ্য পথে
আটকে গেছি নারীর জালে !
নারীর মাঝে
নাড়ীর বাধঁন
এক পিঠে হাসির জীবন
অন্য পিঠে কাঁদন !
বোঝে উঠার আগেই আমার
বাধঁন গেছে ছিড়ে
মধ্য সাগর উতাল-পাথাল
ফিরতে বাধা নীড়ে ।
সেই কবিতার চরনগুলো
দারুন কষ্টে লেখা
বাহির দেখে যায়না বোঝা
ভেতর ক্ষত যায়না দেখা !
ঝড়ের মতোন ভালোবাসা
মাতাল কষ্টের ঢেউ
লোনা জলে ভাসছে নৌকা
খোঁজ রাখেনা কেউ !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৮/০৩/২০২০চমৎকার লেখনি কবি।
-
বিজয় রায় ১০/০৯/২০১৪দাদা খোজ রাখব আমি।।ভাল লাগল
-
একনিষ্ঠ অনুগত ১০/০৯/২০১৪বেশ ভালো।
-
পিয়ালী দত্ত ০৯/০৯/২০১৪খুব ভাল লাগল কবি
-
স্বপন রোজারিও(১) ০৯/০৯/২০১৪নারীর মন
বোঝা যায় কখন? -
মঞ্জুর হোসেন মৃদুল ০৯/০৯/২০১৪বাহ বেশ লিখেছেন তো।
-
তারেক নেওয়াজ ০৯/০৯/২০১৪লেখাটি সুন্দর হয়েছে।