রোজার প্রতিদান
চির মহানের দয়ার দোয়ার আজ গেলো খোলে
প্রথম দশ দিন রহমতের
ওরে বে-খেয়াল যেয়োনা ভুলে ।
মাগফিরাতের দশ দিন দ্বীতিয় ধাপ
মা চেয়ে নাও মাফ পেতে ভাই
জিন্দিগীতে জমেছে যতো পাপ।
শেষের দশে নাজাতের দিন যাচ্ছে হয়ে লীন
এই দশেই শবে কদর;দামী খুবই
রাত পোহালেই দিন ।
মুক্তি পেতে দোযখের আগুন থেকে ভাই
এমন রাত্রী বছর জুড়ে একটিও আর নাই ।
ইবাদাতে হও মশগুল
তওবা পড় ছেড়ে যতো ভুল।
রহমত মাগফেরাত নাজাতের বরকতময় মাস রমযান
মহান প্রভু নিজ হাতে দিবেন রোজার প্রতিদান ।
প্রথম দশ দিন রহমতের
ওরে বে-খেয়াল যেয়োনা ভুলে ।
মাগফিরাতের দশ দিন দ্বীতিয় ধাপ
মা চেয়ে নাও মাফ পেতে ভাই
জিন্দিগীতে জমেছে যতো পাপ।
শেষের দশে নাজাতের দিন যাচ্ছে হয়ে লীন
এই দশেই শবে কদর;দামী খুবই
রাত পোহালেই দিন ।
মুক্তি পেতে দোযখের আগুন থেকে ভাই
এমন রাত্রী বছর জুড়ে একটিও আর নাই ।
ইবাদাতে হও মশগুল
তওবা পড় ছেড়ে যতো ভুল।
রহমত মাগফেরাত নাজাতের বরকতময় মাস রমযান
মহান প্রভু নিজ হাতে দিবেন রোজার প্রতিদান ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১১/০৭/২০১৪ধন্যবাদ_ ♥
-
কবি মোঃ ইকবাল ০৩/০৭/২০১৪আমীন।
হে মহান আমাদের সবাইকে পবিত্র মাহে রমযানে আত্মসংযমে থাকার তওফিক দান করো।