আষাঢ়ে
বৃষ্টির কাছে আজ ধরা পড়ে গেছে ক্ষণ
ভেজা কোমলতায় ভাজ,স্থির
হয়ে আছে মন! .
কবিতারা পাশে রেখে লিখে যায় কাব্য
আষাঢ়ে অঝর আজ প্রকৃতিতে জলজ নাব্য !
তোমাকে ভাববার ক্ষণ বুঁজি এই তো
ভাবনা-কামনায় তুমি ছাড়া নেই তো !
ভেজা কোমলতায় ভাজ,স্থির
হয়ে আছে মন! .
কবিতারা পাশে রেখে লিখে যায় কাব্য
আষাঢ়ে অঝর আজ প্রকৃতিতে জলজ নাব্য !
তোমাকে ভাববার ক্ষণ বুঁজি এই তো
ভাবনা-কামনায় তুমি ছাড়া নেই তো !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মল্লিকা রায় ২৩/০৬/২০১৪অসাধারণ লাগলো।শুভেচ্ছা জানালাম।
-
কবি মোঃ ইকবাল ২২/০৬/২০১৪আনসারী ভাই চমৎকার লিখনী। খুব ভালো লাগল।
-
অদ্ভুদ ছেলে ২২/০৬/২০১৪nice hoiche....
-
আবু সাহেদ সরকার ২২/০৬/২০১৪ছোট হইলেও বেশ সাবলিল কবিতা। সুন্দরের প্রকাশ কবি বন্ধু।
-
মল্লিকা রায় ২২/০৬/২০১৪কবিতাটি পড়লাম ভাল লাগলো।