বৃষ্টির ছন্দে
এলো নতুন সাজে
এলো বুঝি বর্ষা
আকাশটা মেঘে ঢাকা
হয়নাতো ফর্সা ।
ফুল ফসল আর ফলের দেশ
অপুর্ব আহারে !
চারদিকে সমারোহ
সবুজের বাহারে ।
গায়ের মেঠু পথে
জল কাঁদা কৃষ্টি
রোদের ঝিলিক
কভু :আবার
শুরু হয় বৃষ্টি ।
রিম ঝিম রিম ঝিম
বৃষ্টির ছন্দে
মন ভরে ফুটা ফুল
গোলাপের গন্ধে ।
এলো বুঝি বর্ষা
আকাশটা মেঘে ঢাকা
হয়নাতো ফর্সা ।
ফুল ফসল আর ফলের দেশ
অপুর্ব আহারে !
চারদিকে সমারোহ
সবুজের বাহারে ।
গায়ের মেঠু পথে
জল কাঁদা কৃষ্টি
রোদের ঝিলিক
কভু :আবার
শুরু হয় বৃষ্টি ।
রিম ঝিম রিম ঝিম
বৃষ্টির ছন্দে
মন ভরে ফুটা ফুল
গোলাপের গন্ধে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১৭/০৬/২০১৪চমৎকার ভাবনার অসাধারন প্রকাশ।