বলতে পারি
আমি বলতে পারি
বলতে পারি আরো
ভালোবাসী
ভালোবাসী
হাতটি যদি ধরো ।
আমি নিতে পারি
দিতে পারি আরো
মনটা দিয়ে
মনটা নিয়ে
যদি একটি বারও হারো।
আমি হাটতে পারি
ধরে প্রেমের সড়ক
ঝাপাতে পারি তুমুল জলে
নিষ্কন্টক তুমি আমার হলে
অপ্রিয়ও নয় নরক !
বলতে পারি আরো
ভালোবাসী
ভালোবাসী
হাতটি যদি ধরো ।
আমি নিতে পারি
দিতে পারি আরো
মনটা দিয়ে
মনটা নিয়ে
যদি একটি বারও হারো।
আমি হাটতে পারি
ধরে প্রেমের সড়ক
ঝাপাতে পারি তুমুল জলে
নিষ্কন্টক তুমি আমার হলে
অপ্রিয়ও নয় নরক !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ২২/০৬/২০১৪
-
অমর কাব্য ১৪/০৬/২০১৪সুন্দর প্রচেষ্টা কবিবন্ধু
-
সুরজিৎ সী ১৪/০৬/২০১৪বেশ ভালো !
-
টি আই রাজন ১৪/০৬/২০১৪বেশ ভাল লাগল।আজকের আমার বুনোহাসে আমন্ত্রণ।
-
জসীম উদ্দীন মুহম্মদ ১৪/০৬/২০১৪বেশ ভাল কবিতা ----- !
-
শিমুল শুভ্র ১৪/০৬/২০১৪অসাধারণ -
-
কবি মোঃ ইকবাল ১৩/০৬/২০১৪চমৎকার লিখনী।
আপনাক