মন ভালো নেই
একাকিত্বের দ্বীঘল সময়
অনিন্দ্য সন্ধ্যে তবুও
ঢেউ উঠেনা মন গহীনে
যাচ্ছেনা আর শরীর ভালো
রুগ্ন বেজায় অসুখ আমার
কেই পাশে নেই
প্রাণের দোসর ভাবছি যাকে
দুরত্বটা যাচ্ছে বেড়ে
মিথ্যে বাদী আমিই হলাম
আমার বলায় কি এসে যায়
ভস্মিভুত হৃদয় উঠোনে কিম্বা বাসর
আমার নিবাস
বুকের ভেতর অস্থিরতা তুমুর দুপুর
তাপদাহে আর প্রকোষ্ঠ দ্বয় হয়না সচল
নি:শ্ব আমি থেকেও অনেক
সুখের নিবাস আর হলোনা
আমার ঘড়ে জ্বলছে অনল
ভাগ্যরে আর দোষ দেবোনা
আমিই বোকা অচল প্রেমিক
অযোগ্যতার দোহাই দিয়ে
গ্যাছে চলে আমার আপন
আপন সুখের ভোগ বিলাসে
মন ভালো নেই ,
নেই ভালো আজ শরীরটাও যে ।
অনিন্দ্য সন্ধ্যে তবুও
ঢেউ উঠেনা মন গহীনে
যাচ্ছেনা আর শরীর ভালো
রুগ্ন বেজায় অসুখ আমার
কেই পাশে নেই
প্রাণের দোসর ভাবছি যাকে
দুরত্বটা যাচ্ছে বেড়ে
মিথ্যে বাদী আমিই হলাম
আমার বলায় কি এসে যায়
ভস্মিভুত হৃদয় উঠোনে কিম্বা বাসর
আমার নিবাস
বুকের ভেতর অস্থিরতা তুমুর দুপুর
তাপদাহে আর প্রকোষ্ঠ দ্বয় হয়না সচল
নি:শ্ব আমি থেকেও অনেক
সুখের নিবাস আর হলোনা
আমার ঘড়ে জ্বলছে অনল
ভাগ্যরে আর দোষ দেবোনা
আমিই বোকা অচল প্রেমিক
অযোগ্যতার দোহাই দিয়ে
গ্যাছে চলে আমার আপন
আপন সুখের ভোগ বিলাসে
মন ভালো নেই ,
নেই ভালো আজ শরীরটাও যে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ০৩/০৬/২০১৪সুন্দর কবিতা। ভাল লাগল। শুভেচ্ছা রইল।
-
তাহমিদ হাসান ০১/০৬/২০১৪ধন্যবাদ
-
মোঃ সোহেল মাহমুদ ০১/০৬/২০১৪সত্যিই চমৎকার ভালোবাসা আর বিরহ একই সূত্রে গাঁথা ..কবিতার আসরে আমা পাতায় নিয়মিত আমন্ত্রণ..
-
সুব্রত সামন্ত (বুবাই) ০১/০৬/২০১৪কেন মন ভালো নেই ব্ন্ধু ? যাই হোক কবিতা পড়লাম। ভালো লাগল।
-
কবি মোঃ ইকবাল ০১/০৬/২০১৪মন এমন একটা জিনিস, যার কোন নিশ্চয়তা নেই।
-
জাজাফী ৩১/০৫/২০১৪মন ভাল না থাকলে শরীর ভাল থেকেইবা লাভ কি। সুন্দর লিখেছেন। আরো আরো ভাল লেখা চাই।