ভালোবাসা
ভাল্লাগেনা! ভাল্লাগে কি ?
ভাল্লাগেনা মোটে !
ভালোবাসা, ভালোবাসা
সব তো তোমার ঠোঁটে !
ভাল্লাগে কি ? ভাল্লাগেনা!
ভাল্লাগেনা মোটে !
ভালোবাসা যায় কি মাপা
চোটে কিবা ভোটে !
ভাল্লাগেনা! ভাল্লাগে কি ?
ভাল্লাগেনা মোটে !
যায় কি পাওয়া ভালোবাসা
চুরি কিবা লুটে !
ভাল্লাগেনা মোটে !
ভালোবাসা, ভালোবাসা
সব তো তোমার ঠোঁটে !
ভাল্লাগে কি ? ভাল্লাগেনা!
ভাল্লাগেনা মোটে !
ভালোবাসা যায় কি মাপা
চোটে কিবা ভোটে !
ভাল্লাগেনা! ভাল্লাগে কি ?
ভাল্লাগেনা মোটে !
যায় কি পাওয়া ভালোবাসা
চুরি কিবা লুটে !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৯/০৫/২০১৪চমৎকার লিখেছেন।
-
অমর কাব্য ২৯/০৫/২০১৪অনেক শুভেচ্ছা জানবেন।
-
তাইবুল ইসলাম ২৯/০৫/২০১৪ভালবাসা সম্পর্কে এক তীব্র ভাব নিয়ে লেখা
শুভ সকাল -
কবি মোঃ ইকবাল ২৮/০৫/২০১৪ওয়াও চমৎকার।
-
এফ সাকি ২৮/০৫/২০১৪ভালোবাসা প্রিয়ার ঠোটে
যদি থেকে থাকে,
চোট কিবা ভোট দিয়ে কেন
মাপিতে চাও তাকে।
চুরি লুটেও কেমনে পাবে
যায় কি তাকে ধরা,
দেখ না কি ধরতে না পে'
কেউ হয়ে যায় মরা। -
রুমা চৌধুরী ২৮/০৫/২০১৪বাহ, দারুন। খুব সুন্দর কবিতা। শুভেচ্ছা রইল।
-
সুরজিৎ সী ২৮/০৫/২০১৪দারুন! অনবদ্য! চমৎকার! অসাধারণ!