ভাবছি তোমায়
কষ্ঠ কত নীরব দহন বুকের ভেতর
তোমার দেয়া আঘাত সয়েও
ভাবছি তোমায় নিভৃতে এই একলা পাষান
ঢেকে দেওয়া আধাঁর যতো রাখছে ঘিরে
অটুট আজো বিশ্বাস আমার
তুমি আবার আসবে ফিরে
আমার হয়েই হৃদয় নীড়ে
দীঘল রাতে একলা আমি
ভাবনা যতো খাম খেয়ালের বিষাদ নিয়ে
চিঠির ভাষা আর বুঝিনা
খুঁিজনা আর মুঠো ফোনে বার্তা কোন
বিনিদ্র রাত আমার অবসাদে ভরপুর
একবারও কি পড়েনা মনে ; পেছন স্মৃতি
অকপটে স্বীকৃতির দু:সাহস হারাইনি আমি
ভালোবাসার রোগটা এমন
বেজায় কঠিন যায়না ছেড়ে মন থেকে আর
জানেনা কেউ ; আমিই জানি
কষ্ঠ দারুন করছি বহন
হয়তো হবে ,কোনদিনও পারবোনা যে
ভুলে যেতে ভালোবাসা এবং তোমায় ।
তোমার দেয়া আঘাত সয়েও
ভাবছি তোমায় নিভৃতে এই একলা পাষান
ঢেকে দেওয়া আধাঁর যতো রাখছে ঘিরে
অটুট আজো বিশ্বাস আমার
তুমি আবার আসবে ফিরে
আমার হয়েই হৃদয় নীড়ে
দীঘল রাতে একলা আমি
ভাবনা যতো খাম খেয়ালের বিষাদ নিয়ে
চিঠির ভাষা আর বুঝিনা
খুঁিজনা আর মুঠো ফোনে বার্তা কোন
বিনিদ্র রাত আমার অবসাদে ভরপুর
একবারও কি পড়েনা মনে ; পেছন স্মৃতি
অকপটে স্বীকৃতির দু:সাহস হারাইনি আমি
ভালোবাসার রোগটা এমন
বেজায় কঠিন যায়না ছেড়ে মন থেকে আর
জানেনা কেউ ; আমিই জানি
কষ্ঠ দারুন করছি বহন
হয়তো হবে ,কোনদিনও পারবোনা যে
ভুলে যেতে ভালোবাসা এবং তোমায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৭/০৫/২০১৪পড়লাম । সে আবার ফিরে আসবে ।
-
তাইবুল ইসলাম ২৬/০৫/২০১৪খুব ভাল লাগল
-
সুরজিৎ সী ২৬/০৫/২০১৪খুব ভালো লাগলো।
-
কবি মোঃ ইকবাল ২৬/০৫/২০১৪চমৎকার ছান্দিক একটি কবিতা পড়লাম।