মানুষ বলে
কেউ কেউ কখনো কভু
প্রশ্নের বানে জর্জরিত করে আমায়
তাদের সন্দিহান দৃষ্টির তীর বিদ্ধ করে আমায়
তাদের অমুলক কৌতুহল
কখনো সখনো অমুলক নয়
চমকে দিলাম বুঝি ? এমন ভাবে স্বীকার কেউ কোনদিন
করেনা বলেই !
হয়তো হবে । আমার চিন্তা -চেতনা,ভাবনা কিংবা
লোক দেখানো অঙ্গভঙ্গি অন্যদের চেয়ে ভিন্ন
একটু অন্যরকম অথবা নিয়ম সুচির বাইরে
কেউ বুঝুক আর নাই বা বুঝুক
কেউ খুঁজুক কিংবা নাইবা খুঁজুক
কেউ মানুক অথবা নাইবা মানুক
আমি হুজোগে মাতাল কিম্বা নিয়ম নামক
চাপিয়ে দেয়া বোঝার মুটে হতে পারবোনা
বলতে পারো – ‘তুমিও তো মানুষ’
হ্যাঁ তা ই । সমস্যাটা এখানেই
চিন্তার ভুল ! দুই হাত, দুই পা, চোখ জোড়া
থাকলেই কি সবাই মানুষ ? তবে অমানুষ শব্দটা
অর্থহীন ?
আমি আবার স্বীকার করলাম আমি তা নই
সুযোগহীন বলেই আমি কবি । মানুষ হতে যতো দ্বীধা আমার
কারন মানুষ গুলোর খোলস ধারীরাই আজ অমানুষ নামে
চষে বেড়াচ্ছে সবখানে…।
প্রশ্নের বানে জর্জরিত করে আমায়
তাদের সন্দিহান দৃষ্টির তীর বিদ্ধ করে আমায়
তাদের অমুলক কৌতুহল
কখনো সখনো অমুলক নয়
চমকে দিলাম বুঝি ? এমন ভাবে স্বীকার কেউ কোনদিন
করেনা বলেই !
হয়তো হবে । আমার চিন্তা -চেতনা,ভাবনা কিংবা
লোক দেখানো অঙ্গভঙ্গি অন্যদের চেয়ে ভিন্ন
একটু অন্যরকম অথবা নিয়ম সুচির বাইরে
কেউ বুঝুক আর নাই বা বুঝুক
কেউ খুঁজুক কিংবা নাইবা খুঁজুক
কেউ মানুক অথবা নাইবা মানুক
আমি হুজোগে মাতাল কিম্বা নিয়ম নামক
চাপিয়ে দেয়া বোঝার মুটে হতে পারবোনা
বলতে পারো – ‘তুমিও তো মানুষ’
হ্যাঁ তা ই । সমস্যাটা এখানেই
চিন্তার ভুল ! দুই হাত, দুই পা, চোখ জোড়া
থাকলেই কি সবাই মানুষ ? তবে অমানুষ শব্দটা
অর্থহীন ?
আমি আবার স্বীকার করলাম আমি তা নই
সুযোগহীন বলেই আমি কবি । মানুষ হতে যতো দ্বীধা আমার
কারন মানুষ গুলোর খোলস ধারীরাই আজ অমানুষ নামে
চষে বেড়াচ্ছে সবখানে…।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমর কাব্য ২৭/০৫/২০১৪ভাললাগলো
-
রুমা চৌধুরী ২৬/০৫/২০১৪খুব ভাল কবিতা। ভাল লাগল।
-
সুরজিৎ সী ২৬/০৫/২০১৪খুবই ভালো লাগলো আপনার লেখা কবিতা খানি পড়ে।
-
কবি মোঃ ইকবাল ২৬/০৫/২০১৪অনবদ্য একটি চমৎকার কবিতা পড়লাম সফিউল্লাহ ভাই।