নারী-২
নারী তুমি – তুমি তুলনা হীনা
তোমায় কি ভোলা যায় ?
কবি, কতো সাহিত্যিক সাঁিজয়ে তোমাকে
কাব্যিক সুষমায় ।
নারী তুমি- তুমি হৃদয় বীনা
ব্যাথা সুখে চির আপন
নায়িকা তুমি জবিন নাটকে
প্রেমিকের বুকে কাঁপন ।
নারী তুমি - তুমি হীনা
অচল পৃথিবির চাকা
তোমায় পেয়ে রাজা মহা রাজা কেউ
ভাগ্য কারো ফাঁকা ।
নারী তুমি ছড়াও যতো ঘৃনা
প্রেমিকেরে দিয়ে যাতনা ব্যাথা
কথা দিয়ে কর তুমি ছল
ব্যাথা দিয়ে রাখোনা কথা ।
তোমায় কি ভোলা যায় ?
কবি, কতো সাহিত্যিক সাঁিজয়ে তোমাকে
কাব্যিক সুষমায় ।
নারী তুমি- তুমি হৃদয় বীনা
ব্যাথা সুখে চির আপন
নায়িকা তুমি জবিন নাটকে
প্রেমিকের বুকে কাঁপন ।
নারী তুমি - তুমি হীনা
অচল পৃথিবির চাকা
তোমায় পেয়ে রাজা মহা রাজা কেউ
ভাগ্য কারো ফাঁকা ।
নারী তুমি ছড়াও যতো ঘৃনা
প্রেমিকেরে দিয়ে যাতনা ব্যাথা
কথা দিয়ে কর তুমি ছল
ব্যাথা দিয়ে রাখোনা কথা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাইবুল ইসলাম ১৭/০৫/২০১৪দুর্দান্ত কবিতা
-
সোহেল রানা বীর ১৬/০৫/২০১৪দারুণ
-
এস,বি, (পিটুল) ১৬/০৫/২০১৪Sundor kobita
-
কবি মোঃ ইকবাল ১৬/০৫/২০১৪ভালো লাগলো সফিউল্লাহ ভাই।