আমার মা
মা। মাগো
তুমি আমার মা
ভালোবাসী কতো
আমি তা ভাষায় বলতে পারিনা।
মা । মাগো
আমার জন্মদায়ী মা
তোমার ঋণের বোঝাযে কতো ভার
আমি পারিনা
তুমি ছাড়া বাড়াতে এক পা।
মমতা তোমার অশেষ
আকুলতা তোমার নাই তার সীমানা
মা। মাগো
তুমি আমার শ্রেষ্ঠ পাওয়া মা ।
জীবন ভরে শুধু দিয়ে গেলে তুমি
যতো চাওয়া পাওয়া
আমার আছে যা সব
শীরা উপশীরা হৃদয়ের তন্দ্রীতে
ইহ-পর জুড়ে মা
তুমি তুমি তুমি এবং সবখানে
তোমারই অনুভব।
আছে এ জীবন ; আমার আছে যা
মা। মাগো
তুমি আমার মা।
তুমি আমার মা
ভালোবাসী কতো
আমি তা ভাষায় বলতে পারিনা।
মা । মাগো
আমার জন্মদায়ী মা
তোমার ঋণের বোঝাযে কতো ভার
আমি পারিনা
তুমি ছাড়া বাড়াতে এক পা।
মমতা তোমার অশেষ
আকুলতা তোমার নাই তার সীমানা
মা। মাগো
তুমি আমার শ্রেষ্ঠ পাওয়া মা ।
জীবন ভরে শুধু দিয়ে গেলে তুমি
যতো চাওয়া পাওয়া
আমার আছে যা সব
শীরা উপশীরা হৃদয়ের তন্দ্রীতে
ইহ-পর জুড়ে মা
তুমি তুমি তুমি এবং সবখানে
তোমারই অনুভব।
আছে এ জীবন ; আমার আছে যা
মা। মাগো
তুমি আমার মা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ১১/০৫/২০১৪ma amar ma
-
আশিক রহমান ১১/০৫/২০১৪Ma nam ti mukhe anley, ontor ta joriye jay vai..
-
কবি মোঃ ইকবাল ১১/০৫/২০১৪মা মানে স্বর্গের সুখ।
মা মানে স্বর্গের হাসি।
মা'কে অনেক ভালোবাসি।
ভালো লাগলো কবি।