নিয়তি
আমার আকাংখার নেই
কোন সীমারেখা
অথবা আকাংখার একটিও কি
পেরেছি জীবনকে দিতে
প্রতিনিয়ত জীবন ক্ষয়ে যাচেছ নদী গুলোর মতো
কাজ নেই , জীবনের ভাঁজ নেই,লাজ নেই !
বেকার পুরুষ বলে কথা
নেই মমতার হাত ছানি কিম্বা
প্রেম ভালোবাসা
যা আছে জীবন জুড়ে
দ্বীর্ঘ শ্বাস ; বুকের মাঝে
আছে শূন্যতা আছে হাহাকার
না পাওয়ার গোপন
ব্যকুলতা আছে
কি মনের !
শরীরের...
নিয়তির কাছে বাধা যে জীবন
তার সাধ্যই বা কতো টুকু
তবুও জীবনের দায় নিয়েই বেঁচে থাকা
কোন সীমারেখা
অথবা আকাংখার একটিও কি
পেরেছি জীবনকে দিতে
প্রতিনিয়ত জীবন ক্ষয়ে যাচেছ নদী গুলোর মতো
কাজ নেই , জীবনের ভাঁজ নেই,লাজ নেই !
বেকার পুরুষ বলে কথা
নেই মমতার হাত ছানি কিম্বা
প্রেম ভালোবাসা
যা আছে জীবন জুড়ে
দ্বীর্ঘ শ্বাস ; বুকের মাঝে
আছে শূন্যতা আছে হাহাকার
না পাওয়ার গোপন
ব্যকুলতা আছে
কি মনের !
শরীরের...
নিয়তির কাছে বাধা যে জীবন
তার সাধ্যই বা কতো টুকু
তবুও জীবনের দায় নিয়েই বেঁচে থাকা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
লাবিব ইত্তিহাদুল ০৮/০৫/২০১৪এত হতাশ কেন ভাই?
-
সামসুল আলম দোয়েল ০৮/০৫/২০১৪সুন্দর।
-
এস,বি, (পিটুল) ০৮/০৫/২০১৪খুব ভাল
-
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪অনন্য ভাবনায় লিখা।
শুভেচ্ছা কবি। -
শারমিনা মাহমুদ ০৭/০৫/২০১৪Nice writing