বাংলা আমার
বাংলা আমার প্রাণের দোসর
বাংলা গানের পাখী
বাংলা মায়ের ভালোবাসায়
মাটি গায়ে মাখি ।
বাংলা আমার সূখের স্বপ্ন
বাংলা মূখের ভাষা
বাংলা আমার রক্তে মেশা
মনের ভালোবাসা ।
বাংলা আমার সূখে দূঃখে
সঙ্গী চির কাল
বাংলা আমার নিসর্গ আহা
পতাকা সবুজ লাল ।
বাংলা আমার চির চেনা
জন্ম ভূমি খাঁটি
বাংলা আমার আলোর রেখা
কবিতা পরিপাটি ।
বাংলা গানের পাখী
বাংলা মায়ের ভালোবাসায়
মাটি গায়ে মাখি ।
বাংলা আমার সূখের স্বপ্ন
বাংলা মূখের ভাষা
বাংলা আমার রক্তে মেশা
মনের ভালোবাসা ।
বাংলা আমার সূখে দূঃখে
সঙ্গী চির কাল
বাংলা আমার নিসর্গ আহা
পতাকা সবুজ লাল ।
বাংলা আমার চির চেনা
জন্ম ভূমি খাঁটি
বাংলা আমার আলোর রেখা
কবিতা পরিপাটি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ২০/০৫/২০১৪অসাধারণ ছন্দের মিল ও চমৎকার দেশাত্মবোধ। পড়ে খুবই ভালো লাগলো।
-
এস,বি, (পিটুল) ০৬/০৫/২০১৪bangla amar mati
-
পল্লব ০৫/০৫/২০১৪ছন্দে মেতে কাব্যখানায়
দেশপ্রেমে উচ্ছ্বাসি,
কবির সাথে আমিও বলি
বাংলা ভালবাসি। -
কবি মোঃ ইকবাল ০৫/০৫/২০১৪বাংলা আমার প্রাণ।