বোকা
উপুড় হয়ে রাত
দুপুরে
কাব্য লেখার বান করি
নূপুর তুমার
ঝুমুর ঝুমুর
ছন্দে শূরা পান করি !
স্বপ্নে বিভোর
বোকা প্রেমিক
তোমার নামের গান ধরি
অসাঢ় করে
বসার ঘরে
মিথ্যে ছলে মান করি !
কাব্যতে রোজ
নাব্যতা খোঁজ্
কবি নামে হাত খরি
পনটা আমার
মনটা পেতে
তোর ভাবনায় মাত করি !
দুপুরে
কাব্য লেখার বান করি
নূপুর তুমার
ঝুমুর ঝুমুর
ছন্দে শূরা পান করি !
স্বপ্নে বিভোর
বোকা প্রেমিক
তোমার নামের গান ধরি
অসাঢ় করে
বসার ঘরে
মিথ্যে ছলে মান করি !
কাব্যতে রোজ
নাব্যতা খোঁজ্
কবি নামে হাত খরি
পনটা আমার
মনটা পেতে
তোর ভাবনায় মাত করি !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৬/০৫/২০১৪অনেক ভালো লাগলো পড়ে।
-
পিয়ালী দত্ত ০২/০৫/২০১৪ভাল লাগল।
-
অদ্ভুদ ছেলে ০১/০৫/২০১৪মনটা পেতে
.........ভাবনা মাত করি।
অস্তির হইছে -
মুনিরুল্লাহ রাইয়ান ০১/০৫/২০১৪দারুন কবিতা! খুবই ভালো লাগলো। আপনার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।
-
সাইফুর রহমান ০১/০৫/২০১৪darun chondo chora! Banan dekhe nile hoy! Khub valo laglo!
-
সজল ০১/০৫/২০১৪gd
-
এস,বি, (পিটুল) ৩০/০৪/২০১৪বানানের ভুল আছে। কবিতা ভালো হয়েছে