www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আশ্বাস

তোমার কাছে বুকের মাঝে
নদী আমায় ডাক দিয়ে যায়
হাত ছানিতে উতল হাওয়ার
হারিয়ে যেতে জলজ স্রোতে
দুঃসাহসের অভয় বানী সাগর শোনায়
তপ্ত মরু রপ্ত হবে সূর্য বলে
সবুজ মায়া জড়িয়ে নিতে
সবুজ ডাকে বন বাদারে ।
নষ্ট প্রহর আমায় বলে
কষ্ঠ নেবে ? ভয়ে আমি জড়ো সড়ো শুনছি একি !
আমার আকাশ সুনীল বেজায়
মেঘের ভেলা শুভ্রতা দেয়
আশ্বাস দেয় উষ্ণতারা ।
ঝরা পাতা জাগিয়ে তোলে
মর্মরে তার
আমার উঠোন সবুজ ঘেরা
আছে কুজন পাখ পাখালীর
সপ্ত সুরের আবহ আছে আমার মনে
দুর পাহাড়ের চুড়ায় গেলেও
কাব্য মনের নাব্যতা দেয় সিক্ত প্রেমে
তোমার অধর রং না হলেও আসবো আমি
রঙ ধনুর ঔ সব টুকু রং তোমায় দেবো ।
ভালোবাসার শেঁকর তুমি সকল সময়
পুঁতে রাখো এই জমিনে
বুকের মাঝে রাত্রী নিশি
প্রতিক্ষনে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪
    অসাধারণ লিখনী।
    • ধন্যবাদ......
      • কবি মোঃ ইকবাল ১৫/০৫/২০১৪
        আপনাকেও।
        • gσσ∂ ηιgнт.... !
          • কবি মোঃ ইকবাল ১৬/০৫/২০১৪
            শুভ সকাল ভাই।
            • ভালো থাকবেন....
              • কবি মোঃ ইকবাল ১৭/০৫/২০১৪
                আপনিও।
                • thanks
                  • কবি মোঃ ইকবাল ১৭/০৫/২০১৪
                    স্বাগতম বন্ধু।
                    • শুভ
                      কামনা রইলো বন্ধু....
                      • কবি মোঃ ইকবাল ২১/০৫/২০১৪
                        সুসাস্থ্য কামনা করছি।
                        • thanks+gøōd night
                          • কবি মোঃ ইকবাল ২২/০৫/২০১৪
                            শুভ সকাল।
                            • shuvo sondha
                              • কবি মোঃ ইকবাল ২২/০৫/২০১৪
                                শুভরাত্রি ভাই।
                                • জলের প্লাবন আমি দেবো
                                  তুমি দিয়ো একটি নদী
                                  মন উতলা; ঠাঁয় দাঁিড়য়ে থাকার মানে এই নয় যে
                                  সময় নষ্ঠ করা অথবা বেহুদা ইচ্ছের মাটি হয়ে যাওয়া
                                  আরে আমি তো মাটিই হতে চাই গ্রহনে গ্রহনে
                                  নেই যার দু:খবোধ কিংবা কষ্টের বারুদ
                                  প্রতিক্ষাটা তো উপলব্ধির ব্যাপার
                                  কার এমন সাধ্যি আছে বলো প্রতিশ্র“তিহীন বিশ্বাস
                                  সঙ্গী করে চিরকাল রচয়িতার স্বাদ তুলে নেয়
                                  ভালোবাসা পাওয়ার জন্য
                                  আর ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য
                                  নাকী ত্যাগ স্বীকারের স্বীকৃতি দিতে হয়
                                  না । পাইনি এমন
                                  যাকে বলতে পারি প্রেম
                                  না । হয়নি এমন সুযোগ
                                  যাকে নাম ধরে ডাকতে পারি
                                  না । না । না বোধক শব্দের আক্রোশে আমি
                                  উত্তাপহীন শরীর বয়ে চলি নাগরিক স্রোতে
                                  না । পাইনি আজো
                                  যাকে ভালোবাসা বলা যেতে পারে
                                  উত্তাল সময়ের কাছে আমার ইচ্ছেটা আজ
                                  বলবো বলে ঠিক করেছি
                                  তোমাকে মিনতি জানাবার ভাষা আজ আমাকে
                                  সাহসী করেছে
                                  তোমার নদীর মাতাল ঢেউ করেছে উন্মাদ !
                                  বলি ও শোনো
                                  নাম ধরে ডাকার অধীকার টুকু দাও
                                  আমার ভালোবাসা চাওয়ার মতো কথা যদি বলি
                                  তবে “আমি দেবো জলের প্লাবন
                                  তুমি দিয়ো একটি নদী ”। ৪২
                                  • কবি মোঃ ইকবাল ২৫/০৫/২০১৪
                                    অনেক ভালো লাগলো।
                                    • Sajib Miah
  • শারমিনা মাহমুদ ২৮/০৪/২০১৪
    Nice
  • এস,বি, (পিটুল) ২২/০৪/২০১৪
    কবিতাটি ভালো লাগলো, আমার কবিতায় আসার আমন্ত্রন জানাই।
 
Quantcast