কালো
পৃথিবীর সব আঁধার দূর যদি হতো,
আঁধারের তরে তখন প্রাণীরা কাঁদিত।
সূর্যের অহমিকা জানিত ধরা,
সবকিছু পুড়িয়ে মারিত খরা।
ধরনীর সব রূপ পুড়ে হতো ছাই,
ছাইয়ের ভিতর সোনা তখন খুঁজিত সবাই।
এক তলা সোনা পেতে ভাঙ্গিতো পাহাড় ,
পাহাড় ভাঙ্গার সুরে সবার গলিতো হাড়।
সকলের চোখে মুখে থাকিত ভীতি,
সুখহীন চাহিদা হয়ে যেত রীতি।
আঁধারকালো ধরনীকে দিলো সমতা,
কালোর মমতা বুঝার তবু হলোনা ক্ষমতা।
কা'বা কালো চাঁদে কালো- কালো ক্বলবে,
তবে কেন কালো মানুষ হেলায় মরিবে???
আঁধারের তরে তখন প্রাণীরা কাঁদিত।
সূর্যের অহমিকা জানিত ধরা,
সবকিছু পুড়িয়ে মারিত খরা।
ধরনীর সব রূপ পুড়ে হতো ছাই,
ছাইয়ের ভিতর সোনা তখন খুঁজিত সবাই।
এক তলা সোনা পেতে ভাঙ্গিতো পাহাড় ,
পাহাড় ভাঙ্গার সুরে সবার গলিতো হাড়।
সকলের চোখে মুখে থাকিত ভীতি,
সুখহীন চাহিদা হয়ে যেত রীতি।
আঁধারকালো ধরনীকে দিলো সমতা,
কালোর মমতা বুঝার তবু হলোনা ক্ষমতা।
কা'বা কালো চাঁদে কালো- কালো ক্বলবে,
তবে কেন কালো মানুষ হেলায় মরিবে???
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মহঃ এসরাফিল সেখ ১৭/০১/২০১৬Khub sundor।
-
মনিরুজ্জামান শুভ্র ১৩/০১/২০১৬সুন্দর লিখেছেন।
ধরনী> ধরণী -
নির্ঝর ১২/০১/২০১৬ভাল
-
ধ্রুব রাসেল ১২/০১/২০১৬বাহ্ .....! অনেক সুন্দর করে গেয়েছেন 'কালো'র বন্দনা। উপমা কি? কালো মানুষ?
-
প্রদীপ চৌধুরী ১২/০১/২০১৬বাহ খুব ভাল লাগলো
-
দেবব্রত সান্যাল ১২/০১/২০১৬কবিতার ছন্দ , মিল , ভাব আর ভাষা সবই দুর্বল।