www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কালো

পৃথিবীর সব আঁধার দূর যদি হতো,
আঁধারের তরে তখন প্রাণীরা কাঁদিত।
সূর্যের অহমিকা জানিত ধরা,
সবকিছু পুড়িয়ে মারিত খরা।
ধরনীর সব রূপ পুড়ে হতো ছাই,
ছাইয়ের ভিতর সোনা তখন খুঁজিত সবাই।
এক তলা সোনা পেতে ভাঙ্গিতো পাহাড় ,
পাহাড় ভাঙ্গার সুরে সবার গলিতো হাড়।
সকলের চোখে মুখে থাকিত ভীতি,
সুখহীন চাহিদা হয়ে যেত রীতি।
আঁধারকালো ধরনীকে দিলো সমতা,
কালোর মমতা বুঝার তবু হলোনা ক্ষমতা।
কা'বা কালো চাঁদে কালো- কালো ক্বলবে,
তবে কেন কালো মানুষ হেলায় মরিবে???
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মহঃ এসরাফিল সেখ ১৭/০১/২০১৬
    Khub sundor।
  • সুন্দর লিখেছেন।
    ধরনী> ধরণী
  • নির্ঝর ১২/০১/২০১৬
    ভাল
  • ধ্রুব রাসেল ১২/০১/২০১৬
    বাহ্ .....! অনেক সুন্দর করে গেয়েছেন 'কালো'র বন্দনা। উপমা কি? কালো মানুষ?
  • প্রদীপ চৌধুরী ১২/০১/২০১৬
    বাহ খুব ভাল লাগলো
  • কবিতার ছন্দ , মিল , ভাব আর ভাষা সবই দুর্বল।
    • আনছারুল ইসলাম ১২/০১/২০১৬
      কি কারণে সব দুরবল হলো একটু বলবেন প্লিজ
      • কবিতায় ছন্দ পতন হয়েছে , মাত্রা রাখতে পারেন নি। অন্ত্যমিলের নিয়ম রাখতে পারেন নি। ভাবনা সম্বন্ধে কিছু বলার নেই। আলো , তাপ - সব শক্তি। আলো না থাকলে অন্ধকার , কিন্তু বিপরীত ভাবনার কোনো ভিত্তি নেই।
    • আনছারুল ইসলাম ১২/০১/২০১৬
      আপনার মতো সমালোচোক ঘরে ঘরে জন্ম নিক এটাই আশা করি......
      • ব্যক্তিগত আক্রমন করাটা উচিত নয়। করবেন না।
 
Quantcast