www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বই রিভিউ -দ্বৈরথ

বই: দ্বৈরথ
লেখক: হুমায়ূন_আহমেদ
প্রকাশক: কাকলী প্রকাশনী
দ্বিতীয় প্রকাশ: অক্টোবর ১৯৮৯
মূল্য: ৪০ টাকা
পৃষ্ঠা: ৯২
....
লেখক ও লেখা সম্পর্কে:
লেখক হুমায়ূন আহমেদ সম্পর্কে নতুন করে কিছু বলার না থাকলেও তাঁর সহজ, আমুদে লেখাগুলোর ফাঁকে ফোকরে তিনি খুব দরকারী কিছু কথা বলে দেন। পাঠ মুগ্ধতায় সার্বিকভাবে আমরা সেগুলোকে খুব উজ্জ্বলভাবে দেখতে পাই না। যেমন এই বইয়ের কামালের চারিত্রিক বাজে ব্যাপারের সাথে গল্পের নায়িকা সোমার অবচেতন মনে মানিয়ে নেয়া বা প্রফেসরের সাথে সম্পর্কটাই পাঠক দেখে। কিন্তু দেখে না কৌশলে পাঠককে বই পড়ার কথা বলা হয়েছে। ব্যক্তিগত লাইব্রেরি ব্যবহারে বই ধার নেবার নিয়মের কথা বলা হয়েছে। পাঠক হৃদয়কে কৌতুহলী করে তুলেছে
সুবোধ ঘোষের 'শোন বরনারী' বইটা সম্পর্কে।

ভালো লেগেছে যেসব কথা:

👉অবিশ্বাসী লোক যখন কাউকে বিশ্বাস করে তখন পুরোপুরি করে।

👉বই যে মানুষের কতো ভালো বন্ধু এটা বই পড়ার অভ্যাস না হলে বুঝতে পারবে না।

শেষকথা: লেখক স্বভাবজাত হিসেবে আমুদে উপস্থাপনে দক্ষ। হয়তো এই 'আমুদে' ব্যাপারটাকেই এলিট ক্লাসের পাঠক পছন্দ করেন না। ভাব গম্ভীর লেখাই হয়তো তাদের কাছে প্রকৃত সাহিত্য। কিন্তু আমরা সাধারণ মানুষ যা দেখতে পাই না তাই লেখক হুমায়ূন আহমেদ খুব নিবিড়ভাবে দেখে তা পাঠকের কাছে তুলে ধরেছেন। তাই পাঠক হৃদয়ে তার স্থান অনেক উঁচুতে।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৬৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ধন্যবাদ
  • সুন্দর এক পরিচিত।
  • নুর হোসেন ০৮/১২/২০১৯
    বইটি সংগ্রহে আছে একবার পড়েছি, আবার পড়ে নিবো।
 
Quantcast