পাবলিক প্লেসে সচেতন হোন
একটা পাবলিক প্লেসে অপেক্ষা করছিলাম। আমার অদুরেই আমারই মতো অপেক্ষারত একজন মনের সুখে নাক খোচাচ্ছে আর নাকের ময়লা এনে তার চেয়ারের নিচে আর তার পেছনের দরজায় মুছছে । সে কাজটি পরপর দুইবার করার পর আবার নাক খোচাচ্ছে...এবার আর সইতে না পেরে কাছে গিয়ে বললাম.."দাদা, আপনার রুমাল বা টিস্যু নেই? নাকের ময়লা যে চেয়ারে, দরজায় মুছছেন এটাতো পাবলিক প্লেস, অন্য মানুষওতো এখানে এসে বসবে। রুমাল বা টিস্যু না থাকলে ওদিকেই কেন্টিন আছে ওখানে টিস্যু পাবেন ।"
যাই হোক কথায় কাজ হলো...আর নাকে হাত দেয়নি ।
আপনার নাক আপনি নিয়মিত পরিস্কার না রাখলে পাবলিক প্লেসেতো নাক চুলকাবেই...আর আপনার হাতও নাকে অটোমেটিক চলে গিয়ে আপনাকে নোংরা ব্যক্তি হিসেবে অবলীলায় উপস্থাপন করবে !
সতর্কতা:পাবলিক প্লেসে নিজের নোংরা পরিস্কার থেকে সাবধান থাকুন । প্রাইভেসি বজায় রাখুন ।
যাই হোক কথায় কাজ হলো...আর নাকে হাত দেয়নি ।
আপনার নাক আপনি নিয়মিত পরিস্কার না রাখলে পাবলিক প্লেসেতো নাক চুলকাবেই...আর আপনার হাতও নাকে অটোমেটিক চলে গিয়ে আপনাকে নোংরা ব্যক্তি হিসেবে অবলীলায় উপস্থাপন করবে !
সতর্কতা:পাবলিক প্লেসে নিজের নোংরা পরিস্কার থেকে সাবধান থাকুন । প্রাইভেসি বজায় রাখুন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/১১/২০১৯
-
নুর হোসেন ৩০/১১/২০১৯সতর্কতামুলক পোস্ট, ভাল লিখেছেন।
-
নুর হোসেন ৩০/১১/২০১৯মানুষের জ্ঞান বুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে!
ভাল পোস্ট।
নাইস পোস্ট।