তোমার খুকি
ঠ্যাঙ ভেঙে দিবে বলে
দেখালে যে ভয়
ভেবেই মরি আমি
কী হয়! কী হয়!
কিপ্টুস কাহিকা তুমি
বলোনি তো মোরে
ঘুম ভেঙে দেখা দিলে
নীলক্ষেত মোড়ে!
অফিস যাবার বেলা
হাসিখুশি থাকো
দিন শেষে ঝিমুনিতে
হাসি কোথা রাখো?
এইবার থ্রেট খাবে
সাবধানে থেকো
আদরের খুকিটাকে
আদরেই রেখো।
দেখালে যে ভয়
ভেবেই মরি আমি
কী হয়! কী হয়!
কিপ্টুস কাহিকা তুমি
বলোনি তো মোরে
ঘুম ভেঙে দেখা দিলে
নীলক্ষেত মোড়ে!
অফিস যাবার বেলা
হাসিখুশি থাকো
দিন শেষে ঝিমুনিতে
হাসি কোথা রাখো?
এইবার থ্রেট খাবে
সাবধানে থেকো
আদরের খুকিটাকে
আদরেই রেখো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৮/১১/২০১৯সুন্দর।
-
মোঃ বুলবুল হোসেন ২৭/১১/২০১৯অপূর্ব কাব্য
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৭/১১/২০১৯ভাল হয়েছে।