www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পত্রালাপে শুভেচ্ছা ।



প্রিয় প্রেরক,
আপনার পছন্দের মানুষদের শুভেচ্ছা পাঠাচ্ছেন মোবাইলে বা ফোন করছেন শুভেচ্ছা জানিয়ে ।

অনেক কন্ঠের ভীড়ে আপনার কন্ঠটি অনেকদিনের অনভ্যাসে অপরিচিত হয়ে উঠতে পারে বা মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে  তার কাছে আপনার নম্বরটি সংরক্ষিত নাও থাকতে পারে ।

-মেসেজে শুভেচ্ছা জানালে অনুগ্রহ পূর্বক মেসেজের শেষে নিজের নামটি যুক্ত করে দিন ।
-অনেকদিন তার সাথে কথা না হলে ফোন করার শুরুতেই নিজের পরিচয়টি দিয়ে নিন ।

যাকে ফোন করছেন বা মেসেজ দিয়ে আপনার মূল্যবান সময়, অনুভূতি, টাকা খরচ করছেন তিনি যদি আপনাকে চিনতেই না পারেন বা চিনতে দ্বিধান্বিত থাকেন তবে এই শুভেচ্ছা জানানো বৃথা ।

ইতি-
মোবাইল হারিয়ে  নিজভুমে পরবাসী একজন ।

[প্রিয় প্রাপক,
এমন ভুলটি যেনো আর না হয়, মোবাইল হারানো বা চুরি হয়ে যাওয়ার আগেই  সংরক্ষণ করুন আপনার বন্ধু, প্রিয়জনদের এবং প্রয়োজনীয় নম্বরগুলো ।- ভুক্তভোগী একজন]

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল ।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১২৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনন্য।
  • রাখাল ১২/০১/২০১৬
    আপু, কোথায় হারালেন?
  • ধন্যবাদ আপনার সুন্দর লেখার জন্য। আর পিকচার কিভাবে দিয়েছেন, যদি একটু ডিটেইলস বলেন..........
  • রাখাল ২৩/০৪/২০১৪
    আপনার প্রতিটি পোষ্টই ব্যতিক্রম । এই পোষ্টটিও তাই । আপনার এই পোষ্ট পড়ে আমি বেশ ক'বছর আগে ঢুঁ মেরেছি । যোগাযোগের বিশেষকরে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম হিসেবে পত্রযোগাযোগই শ্রেষ্ঠ । ভিতরে বাইরে সমান আড়োলন তুলতে এর জুড়ি নেই । ধন্যবাদ আপু ।
  • আরজু নাসরিন পনি ১৪/০৪/২০১৪


    সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল ।।
 
Quantcast