কবিতা-সব ভুল হয়
নিজের তোলা ছবির হিসেব
নিজেই দিতে ভুল করি।
সাজিয়ে রাখা কথোপকথন
উল্টে পাল্টে মিস করি।
দস্যি ক'জন পড়েও ছবি
সাথে রাখতে মন ভুলি
ইকবালের ওই কিশোর কথন
স তে সেন্টু রংতুলি।
এই আমি আর আমার সাথে
বিভ্রান্তির মন গলিয়ে
নিজের সাথে পথ পালিয়ে
দুশ্চিন্তায় ক্লান্ত আমি
ঘুম হারানো শ্রান্ত আমি
আবোল তাবোল বকবকিয়ে
হঠাৎ করেই বুঝতে পারি
ইয়ে মানে!
কী যেন বলছিলাম!!?
নিজেই দিতে ভুল করি।
সাজিয়ে রাখা কথোপকথন
উল্টে পাল্টে মিস করি।
দস্যি ক'জন পড়েও ছবি
সাথে রাখতে মন ভুলি
ইকবালের ওই কিশোর কথন
স তে সেন্টু রংতুলি।
এই আমি আর আমার সাথে
বিভ্রান্তির মন গলিয়ে
নিজের সাথে পথ পালিয়ে
দুশ্চিন্তায় ক্লান্ত আমি
ঘুম হারানো শ্রান্ত আমি
আবোল তাবোল বকবকিয়ে
হঠাৎ করেই বুঝতে পারি
ইয়ে মানে!
কী যেন বলছিলাম!!?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০২/২০২০অনন্য
-
নুর হোসেন ১০/১২/২০১৯অনবদ্য কবিতা, দারুন লাগলো।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১২/২০১৯ভালো।
-
আমীন রুহুল ০৯/১২/২০১৯খুব সুন্দর