সূর্য স্নান
আজকে সূর্যকে বড্ড দরকার ছিল...
আমার সব থেকে পছন্দের পোষাকগুলো বের করেছিলাম
অনেকটা সময় নিয়ে অনেক যত্ন করে ধুয়ে যখন বারান্দায় গেলাম
সূর্য আজকে আমায় আলো দিতে পারবে না
সাফ জানিয়ে দিল !
আমার এতো পরিকল্পনা, এতো প্রস্তুতি, এতো আশা ...গুনগুন করে গান গাওয়া সব যেন ধুলায় মিশে গেল!
চরম হতাশায় শরীরের সবটুকু শক্তি যেন নিমেষেই হারিয়ে গেল !
শরীরটাকে কেমন যেন বড্ড বেশি ভার, বোঝা মনে হচ্ছিল !
শুধু মাত্র সূর্য আজ আমায় আলো দিবে না বলাতেই আমার এতো ভেঙে পড়া নিজেও মানতে পারছিলাম না
কিন্তু নিজেকে সামলানো কষ্টের হয়ে যাচ্ছিলো !
সূর্য যেন মেঘের আড়াল থেকে চোখ টিপ দিল !
কিন্তু সূর্যের চোখ টিপ কি আর আমার চোখে পড়ে ?
শরীরটাকে টানতে টানতে যখন ফিরে আসছিলাম
তখন হঠাৎ করেই পেছনে তাপ লাগায় সন্দেহ নিয়ে তাকিয়ে ... ... আমি বিস্ময়ে হতভম্ব !
আমি যেন সূর্যের দিকে তাকাতেই পারছিলাম না
সূর্যের কাছে এতো লজ্জা নিজেই নিজেকে লুকোতে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম ।
সবগুলো কাপড় মেলে দিয়ে এলাম
সাথে সূর্য স্নান... ।
আহা স্বপ্ন স্বপ্ন সব কিছু আজ লাগছে
আমার সঙ্গী হয়ে চন্দ্র তারা জাগছে ...
(Post20131107090720)
: শেষের লাইন দু'টো গানের কলি থেকে নেয়া ।।
-------------------------------
বেঁচে আছি এখনও...অনেক মিস করেছি প্রিয় সহব্লগারদের...
সময় ম্যানেজ করতে পারলে রাতে কথা হবে...
সবাই ভালো থাকুন ।।
আমার সব থেকে পছন্দের পোষাকগুলো বের করেছিলাম
অনেকটা সময় নিয়ে অনেক যত্ন করে ধুয়ে যখন বারান্দায় গেলাম
সূর্য আজকে আমায় আলো দিতে পারবে না
সাফ জানিয়ে দিল !
আমার এতো পরিকল্পনা, এতো প্রস্তুতি, এতো আশা ...গুনগুন করে গান গাওয়া সব যেন ধুলায় মিশে গেল!
চরম হতাশায় শরীরের সবটুকু শক্তি যেন নিমেষেই হারিয়ে গেল !
শরীরটাকে কেমন যেন বড্ড বেশি ভার, বোঝা মনে হচ্ছিল !
শুধু মাত্র সূর্য আজ আমায় আলো দিবে না বলাতেই আমার এতো ভেঙে পড়া নিজেও মানতে পারছিলাম না
কিন্তু নিজেকে সামলানো কষ্টের হয়ে যাচ্ছিলো !
সূর্য যেন মেঘের আড়াল থেকে চোখ টিপ দিল !
কিন্তু সূর্যের চোখ টিপ কি আর আমার চোখে পড়ে ?
শরীরটাকে টানতে টানতে যখন ফিরে আসছিলাম
তখন হঠাৎ করেই পেছনে তাপ লাগায় সন্দেহ নিয়ে তাকিয়ে ... ... আমি বিস্ময়ে হতভম্ব !
আমি যেন সূর্যের দিকে তাকাতেই পারছিলাম না
সূর্যের কাছে এতো লজ্জা নিজেই নিজেকে লুকোতে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম ।
সবগুলো কাপড় মেলে দিয়ে এলাম
সাথে সূর্য স্নান... ।
আহা স্বপ্ন স্বপ্ন সব কিছু আজ লাগছে
আমার সঙ্গী হয়ে চন্দ্র তারা জাগছে ...
(Post20131107090720)
: শেষের লাইন দু'টো গানের কলি থেকে নেয়া ।।
-------------------------------
বেঁচে আছি এখনও...অনেক মিস করেছি প্রিয় সহব্লগারদের...
সময় ম্যানেজ করতে পারলে রাতে কথা হবে...
সবাই ভালো থাকুন ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১০/১০/২০১৪সময় পেলে আমি ও সূর্য স্নানে বের হই...........
-
জহির রহমান ১১/১১/২০১৩আমিও বেঁচে আছি বেঁচে থাকার তাগিদে! আর আমিও মিস করছি আমার সহ ব্লগারদের। জানিনা কে আজ কোথায় আছে... সময়ের অভাবে অথবা যোগাযোগের নাম্বার না থাকাতে যোগাযোগও করতে পারছিনা।
- ভালো লেগেছে কবিতাটি।
শুভকামনা। -
suman ০৭/১১/২০১৩জনপ্রিয় ব্লগার
দেখলাম সবাই মুগ্ধ হয়ে আপনার লেখা পড়ছে ...আমিও মুগ্ধ -দলের একজন ... -
জহির রহমান ০৭/১১/২০১৩আপনাকে ব্লগে মিস করছিলাম। কোথায় ছিলেন? খুব ব্যস্ত? রাগ করবেন না। আপনার একজন ক্ষুদ্র পাঠক হিসেবে জানার আগ্রহ।
বরাবরের মতই সুন্দর হয়েছে।
শুভকামনা... -
সহিদুল হক ০৭/১১/২০১৩আপনার রসবোধে পুলকিত হলাম খুব
এতদিন কোথায় দিয়েছিলেন ডুব?
কাঙ্খিত বস্তু একটু দেরিতে যদি আসে
সবাই তাকে একটু বেশীই ভালবাসে।
কবিতাটা তো বলছে সে কথাই
আপনাকে অশেষ শুভেচ্ছা জানাই। -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৭/১১/২০১৩ভালো ই তো! ভালো না! এক কাজে দুই কাজ।ধন্যবাদ ফিরে আসার জন্য।
-
Înšigniã Āvî ০৭/১১/২০১৩খুব ভাল লাগল
-
মহিউদ্দিন হেলাল ০৭/১১/২০১৩কাঙ্খিত বস্তু সহজে ধরা দিলে আবেগটা কবে যায়। সহজ বস্তুটাও কঠিন করে ধরা দিলে পাওয়ার আনন্দটা অনেকগুন বেড়ে যায়।
লেখাটা অনেক ভালো লাগল। ভাল থাকুন। -
ইসমাত ইয়াসমিন ০৭/১১/২০১৩আমাদের মাঝে ফিরে আসার জন্য ধন্যবাদ, শুভকামনা রইল। যা হোক সূর্য স্নান ভালই হল।