www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রস্থান

কোন এক বিখ্যাত জন বলেছিলেন-
'নতুন বন্ধুকে পেয়ে পুরনো বন্ধুকে ভুলো যেওনা'-
এ কথাটি যে কতোটুকু সত্যি
আজ তা মর্মে মর্মে উপলব্ধি করছি ।

শ্রাবণের অঝোড় ধারার মতো-
ও প্রচন্ড ভালোবাসতো আমায় ।
তাই খুব শখ করে নাম দিয়েছিলাম
'শ্রাবণী'---
শ্রাবণী ! শ্রাবণী !! শ্রাবণী !!!
আমি যে তোমায় ভালোবাসি
প্রচন্ড রকম ভালোবসি ।
তুমি এতো অভিমানী
আমি তো বুঝিনি ।
আর তাইতো তোমাকে হারাতে হলো...
আমার সামান্যতম ভুলের
এতো বড় মাশুল তুমি দিয়ে গেলে !
নতুন বন্ধুটিকে না হয় দিয়েইছিলাম
ওর নিঃসঙ্গতায় সঙ্গ,
তাই তোমার এতো অভিমান !
তুমি যে এতোটা অবুঝ
তাতো বুঝিনি !
আমি তো জানিই তুমি বড্ড একা তাইতো তোমাকে
আমার ভালোবাসা দিয়ে তৈরি হয়েছিলো অন্য একটি ভুবন ।
তোমার এ অভিমানী প্রতিশোধে
ওদের সামনে আমি একফোঁটাও
চোখের জল ফেলিনি ।

আজ কাগজ -কলম নিয়ে বসেছি,
আমার যে বড্ড কষ্ট হচ্ছে শ্রাবণী !
শ্রাবণী ! শ্রাবণী !! তোমাকে,
তোমাকে যে আমি ভালোবাসি।
প্রচন্ড রকম ভালোবাসি ।


--------------------------------
teen বয়সের কবিতা : ডায়েরির পাতা থেকে

(Post20131030093451)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আপনার টিন এজের লেখা অনেক ম্যাচুরড..........
  • রাখাল ২২/০১/২০১৪
    আপু ইমেইল এড্রেসটা কি দেয়া যাবে?
    • আরজু নাসরিন পনি ২২/০২/২০১৪
      https://www.facebook.com/ArjuNasrinPony
      এই ঠিকানায় একটা মেসেজ দিলে আমি রিপ্লাইয়ে মেইল এড্রেসটা দিয়ে দিতে পারবো ।
      দুঃখিত, জবাব দিতে অনেক বেশি দেরী করে ফেললাম ।
  • suman ৩০/১০/২০১৩
    আমার জীবনে এমন কিছু ঘট্না আছে ...দারুণ আবেগদ্বীপ্ত লেখা ...করুণ বেদনার অভিব্যক্তি মূর্ত হয়ে উঠেছে ...
    • আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩
      খুব প্রিয় কিছুর অন্তর্ধানেই এই কবিতার সৃষ্টি ।
      খুব কষ্ট পেয়েছিলাম । ওই বয়সে যতদূর মনে আছে কেঁদেওছিলাম ...এখনও কেমন যেনো মায়া পড়ে আছে...সেই ঘটনাটির জন্যে ।

      আপনার জীবনের গুলো শেয়ার দিতে পারেন, যদি শেয়ার করার মতো হয় ।
      পাঠে অনেক কৃতজ্ঞতা জানাই প্রিয় ব্লগার ।।
      • suman ৩১/১০/২০১৩
        সুপ্রিয় ব্লগার
        জীবনের অভিজ্ঞতাগুলো খুব দামী ...একজীবনের ঘট্নাগুলো নিয়ে হয়তো তেমন কিছু লেখা যায় না ...আমি জানি আপনি তা জানেন... আমাদের দেখার চোখ ,relate করতে পারার দক্ষতা,আমাদের সৃজন্শীল মনন আমাদেরকে লেখার প্রণোদনা দেয় ...আমরা লিখতে থাকি ...এ এক কঠিণ সাধনার জগত ...আপনার মাঝে আমি সেই উতসাহ আবিষকার করেছি ...লিখতে থাকুন আমাদের জন্যে ...শুভকামনা নিরন্তর ...
  • টিনএজারদের মনের ভাব ফুটে উঠেছে কবিতায়।এই বয়সে এমন ই হয়।তুমি শুধু আমার অন্য কারো নও।
    • আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩
      আমি তখন টিন এজেই ছিলাম তো, সাখাওয়াৎ ।

      খুব দারুণ কভারের একটা ডায়েরিতে কবিতা গুলো রাখা আছে । কভারটার জন্যেই ডায়েরিটা আমার আপন হয়ে উঠেছিল সেই সময় । কেন যেন এই ডায়েরিটিকে হাত ছাড়া, কাছ ছাড়া করতে পারিনি ।
      পাঠে অনেক ধন্যবাদ জানাই ।।
      • চমৎকার সেই দিন গুলো! যাক আপনার মূল্যবান মন্তব্যের অপেক্ষায় আমার পাতা।
  • জহির রহমান ৩০/১০/২০১৩
    বন্ধুদের মত অবুঝ আর কেহ হয়না, আবার বন্ধুদের মতো কেউ আমায় এত ভালো বুঝেনা।
    কবিতাটি ভালো লেগেছে। শুভেচ্ছা কবি...
    • আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩
      কবিতাটি লিখেছিলাম স্কুল জীবন সবে শেষ করে কলেজে উঠেছি, সেই সময়ের ।

      আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো জহির ।
      ভালো থাকুন দারুণে, সুন্দরে ।।
  • রাখাল ৩০/১০/২০১৩
    পুরাতন বন্ধু, পুরাতন ভৃত্য, পুরাতন বই আর পুরাতন পোশাক সব সময়ই বিশ্বস্থ ।

    দারুণ লিখেছেন ।
    • আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩
      খুব সত্যি কথা বলেছেন ।
      তবে সার্বজনীন হিসেবে মেনে নিতে পারছি না ।
      কিন্তু আপনার মন্তব্য বেশ ফুরেফুরে মেজাজের...আপনার লেখার মতোই । ভালো লাগবেই ।

      অনেক ধন্যবাদ রাখাল ।।
      • রাখাল ৩১/১০/২০১৩
        সব পুরোপুরি সত্য আশা করা যায়না । তাছাড়া যত মত, তত পথ । ভাল থাকুন । ধন্যবাদ ।
        • আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩
          হ্যাঁ, তা ঠিক ।

          যত পথ, তত মত...খুব খুব মেনে নিলাম...কারণ এটা খুব সত্যি ।।
          • রাখাল ৩১/১০/২০১৩
            ধন্যবাদ, আপনাকে । একটু ব্যস্ত আছি, যত মত, তত পথ নিয়ে পরে কথা হবে্ ।
    • জহির রহমান ৩০/১০/২০১৩
      দারুন বলছেন রাখাল ভাই
  • সায়েম খান ৩০/১০/২০১৩
    ভাল লাগলো। কেমন আছে শ্রাবণী?
  • সায়েম খান ৩০/১০/২০১৩
    ভাল লাগলো। কেমন আছে শ্রাবণী?
    • আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩
      পাঠে অনেক ধন্যবাদ জানাই, সায়েম ।

      শ্রাবণীকে চিরতরে হারানোর পরে এই লেখা ।
      • সায়েম খান ৩১/১০/২০১৩
        আফসোস! আমারও এমন একজন ছিলো, সেই ভালবাসার কাহিনী আপনাদের সাথে কয়েকদিনের মধ্যেই শেয়ার করবো ইনশাআল্লাহ।
 
Quantcast