প্রস্থান
কোন এক বিখ্যাত জন বলেছিলেন-
'নতুন বন্ধুকে পেয়ে পুরনো বন্ধুকে ভুলো যেওনা'-
এ কথাটি যে কতোটুকু সত্যি
আজ তা মর্মে মর্মে উপলব্ধি করছি ।
শ্রাবণের অঝোড় ধারার মতো-
ও প্রচন্ড ভালোবাসতো আমায় ।
তাই খুব শখ করে নাম দিয়েছিলাম
'শ্রাবণী'---
শ্রাবণী ! শ্রাবণী !! শ্রাবণী !!!
আমি যে তোমায় ভালোবাসি
প্রচন্ড রকম ভালোবসি ।
তুমি এতো অভিমানী
আমি তো বুঝিনি ।
আর তাইতো তোমাকে হারাতে হলো...
আমার সামান্যতম ভুলের
এতো বড় মাশুল তুমি দিয়ে গেলে !
নতুন বন্ধুটিকে না হয় দিয়েইছিলাম
ওর নিঃসঙ্গতায় সঙ্গ,
তাই তোমার এতো অভিমান !
তুমি যে এতোটা অবুঝ
তাতো বুঝিনি !
আমি তো জানিই তুমি বড্ড একা তাইতো তোমাকে
আমার ভালোবাসা দিয়ে তৈরি হয়েছিলো অন্য একটি ভুবন ।
তোমার এ অভিমানী প্রতিশোধে
ওদের সামনে আমি একফোঁটাও
চোখের জল ফেলিনি ।
আজ কাগজ -কলম নিয়ে বসেছি,
আমার যে বড্ড কষ্ট হচ্ছে শ্রাবণী !
শ্রাবণী ! শ্রাবণী !! তোমাকে,
তোমাকে যে আমি ভালোবাসি।
প্রচন্ড রকম ভালোবাসি ।
--------------------------------
teen বয়সের কবিতা : ডায়েরির পাতা থেকে
(Post20131030093451)
'নতুন বন্ধুকে পেয়ে পুরনো বন্ধুকে ভুলো যেওনা'-
এ কথাটি যে কতোটুকু সত্যি
আজ তা মর্মে মর্মে উপলব্ধি করছি ।
শ্রাবণের অঝোড় ধারার মতো-
ও প্রচন্ড ভালোবাসতো আমায় ।
তাই খুব শখ করে নাম দিয়েছিলাম
'শ্রাবণী'---
শ্রাবণী ! শ্রাবণী !! শ্রাবণী !!!
আমি যে তোমায় ভালোবাসি
প্রচন্ড রকম ভালোবসি ।
তুমি এতো অভিমানী
আমি তো বুঝিনি ।
আর তাইতো তোমাকে হারাতে হলো...
আমার সামান্যতম ভুলের
এতো বড় মাশুল তুমি দিয়ে গেলে !
নতুন বন্ধুটিকে না হয় দিয়েইছিলাম
ওর নিঃসঙ্গতায় সঙ্গ,
তাই তোমার এতো অভিমান !
তুমি যে এতোটা অবুঝ
তাতো বুঝিনি !
আমি তো জানিই তুমি বড্ড একা তাইতো তোমাকে
আমার ভালোবাসা দিয়ে তৈরি হয়েছিলো অন্য একটি ভুবন ।
তোমার এ অভিমানী প্রতিশোধে
ওদের সামনে আমি একফোঁটাও
চোখের জল ফেলিনি ।
আজ কাগজ -কলম নিয়ে বসেছি,
আমার যে বড্ড কষ্ট হচ্ছে শ্রাবণী !
শ্রাবণী ! শ্রাবণী !! তোমাকে,
তোমাকে যে আমি ভালোবাসি।
প্রচন্ড রকম ভালোবাসি ।
--------------------------------
teen বয়সের কবিতা : ডায়েরির পাতা থেকে
(Post20131030093451)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১১/১০/২০১৪আপনার টিন এজের লেখা অনেক ম্যাচুরড..........
-
রাখাল ২২/০১/২০১৪আপু ইমেইল এড্রেসটা কি দেয়া যাবে?
-
suman ৩০/১০/২০১৩আমার জীবনে এমন কিছু ঘট্না আছে ...দারুণ আবেগদ্বীপ্ত লেখা ...করুণ বেদনার অভিব্যক্তি মূর্ত হয়ে উঠেছে ...
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩০/১০/২০১৩টিনএজারদের মনের ভাব ফুটে উঠেছে কবিতায়।এই বয়সে এমন ই হয়।তুমি শুধু আমার অন্য কারো নও।
-
জহির রহমান ৩০/১০/২০১৩বন্ধুদের মত অবুঝ আর কেহ হয়না, আবার বন্ধুদের মতো কেউ আমায় এত ভালো বুঝেনা।
কবিতাটি ভালো লেগেছে। শুভেচ্ছা কবি... -
রাখাল ৩০/১০/২০১৩পুরাতন বন্ধু, পুরাতন ভৃত্য, পুরাতন বই আর পুরাতন পোশাক সব সময়ই বিশ্বস্থ ।
দারুণ লিখেছেন । -
সায়েম খান ৩০/১০/২০১৩ভাল লাগলো। কেমন আছে শ্রাবণী?
-
সায়েম খান ৩০/১০/২০১৩ভাল লাগলো। কেমন আছে শ্রাবণী?