কৌশলী হোন - সাফল্য আপনারই হবে
শরীর না মেধা...স্বাভাবিক সফল মানুষের জীবনে - কোনটা কাজে লাগে বেশি ? অনেকেই বলবেন মেধা, কেউ কেউ বলতে পারেন শরীর ঠিক না থাকলে কিছুই ঠিক নেই । হ্যাঁ, সফল জীবনের জন্য সুস্থ শরীরের প্রয়োজন তো রয়েছেই সেই সাথে মেধার প্রয়োজন আরো বেশি । মেধাকে কি ঠিক মতো কাজে লাগাচ্ছি আমরা ? ২৫ বছর ধরে এক বেসরকারী কোম্পানীতে চাকুরী করছে জনাব রুহুল, সারাদিন খেটে মরে কিন্তু তার চেয়ে শতগুন কম কায়িক পরিশ্রম করে তার ছয় মাসের বেতন একমাসেই পান জনাব মোস্তাক । কেন এমনটি হয়?
একটি গল্প শুনুন তবে-
রাজার দেহরক্ষী মদন একবার রাজার কাছে অভিযোগ করলো - মহারাজ আপনার একি অন্যায়, মন্ত্রী মহাশয় মাত্র কিছুক্ষণ সময় থাকেন আপনার পাশে, কিছু পরামর্শ করেন এই শেষ আর এই বান্দা দিন রাত সব সময় জীবন বাজী রেখে আপনার খেদমতে হাজির । অথচ আমার বেতনের প্রায় একশত গুন বেশি বেতন পান মাননীয় মন্ত্রী মহোদয় ।
রাজা তখন মুচকি হেসে বললেন-‘শুনলাম আমার পাশের বাড়ির এক প্রজার একটি ভেড়ার বাচ্চা দিয়েছে, তার ভেড়ার বাচ্চাগুলোর একটু খোঁজ খবর নিয়ে আসোতো মদন’- একটু পরেই মদন হাজির,
রাজা জিজ্ঞেস করলেন –কয়টি বাচ্চা ?
মদন বললো-চারটি হুজুর।
কয়টি মাদী, কয়টি মর্দা বাচ্চা ?
মদন বললো –তা তো শুনিনি মহারাজ ।
মহারাজ-আবার দেখে এসো ।
দ্বিতীয় বার মদনকে রাজা জিজ্ঞেস করলো ঐ প্রজার নাম কি ?
বাচ্চা গুলো কোন রংয়ের ?
মাথা চুলকিয়ে মদন বললো-‘মহারাজ ঐ প্রজার নাম তো জিজ্ঞেস করিনি আর বাচ্চাগুলোর গায়ের রংও তো সেভাবে দেখিনি’
রাজা বললো, আবার তাহলে যেতেই যে হয় মদন ।
এভাবে বার কয়েক মদনের দৌড়াদৌড়িতে যখন নাভিশ্বাস অবস্থা, তখন মন্ত্রী মহোদয় উপস্থিত হলেন দরবারে ।
রাজা বললেন-‘মন্ত্রী সাহেব, শুনলাম পাশের বাড়ির এক প্রজার একটি ভেড়া বাচ্চা দিয়েছে, দেখবেন একটু খোঁজ করে ?
কিছুক্ষণ পর মন্ত্রী ফিরে এসে বললেন-‘মহারাজ, স্বর্গীয় যদু নাথের দ্বিতীয় পুত্র অজয় নাথের ভেড়ার বাচ্চা হয়েছে চারটি । যার তিনটি মর্দা, একটি মাদী বাচ্চা । দুইটি লালচে, একটির গলায় সাদা দাগ আছে, অন্যটি সাদা কালো মিশ্রিত । তিনটি বাচ্চা সুস্থ আছে । একটি বাচ্চা দুধ খাচ্ছে না । এটা ঐ মা ভেড়ার তৃতীয় বার প্রসব’ ।
এবার আপনি আসুন । মন্ত্রীকে বিদায় দিয়ে রাজা তাকোলেন মদনের দিকে ।
মদন বললো –মাফ করবেন মহারাজ । এজন্যই আমি দেহরক্ষী আর উনি আপনার পরামর্শ দাতা ।
কাজেই বুঝতেই পারছেন... কৌশলী হোন, জীবনে সাফল্য আপনারই হবে ।
সবাই ভালো থাকুন ।
ছবি: সুখী জীবন ।।
-----------
মনের জানালা
(Post20131030021036)
--------------------
বিষয়শ্রেণী নির্বাচনে দ্বিধাগ্রস্থ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ৩১/১০/২০১৩ঠিক বলছেন। যে যত বেশি কৌশলী সে তত বেশি সফল।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/১০/২০১৩সত্যিই বলেছেন।কৌশলী নয় বলেই একজায়গায় পড়ে আছি।
-
suman ৩০/১০/২০১৩আমি আপনার কাছ থেকে আরও টিপস আশা করি ...আমি আমার কর্ম ক্ষেত্রে জনপ্রিয় কিন্তু পদন্নতি নিয়ে যায় দূর্বৃত্ত দূর্জন ... য্দিও আমার বর্তমান উপলব্ধি :পদন্নোতি আমার ব্যক্তিত্বের মাপকাঠি হোতে পারে না ...বিষয় নির্বাচন দারুন হয়েছে. ...
-
Înšigniã Āvî ৩০/১০/২০১৩খুব ভাল লিখেছেন
-
রাখাল ৩০/১০/২০১৩থাকুক না মেধা মনন আর বুদ্ধির জোর
অথর্বেরা আজ হয়েছে হুজুর
আপনার দাম নেই এককানাকড়ি
চোরদের সাথে হুজুরের গলায় জড়াজড়ি ।
---------------------------------------
শান্টিং, পাম্পিং, অয়েলিং, মারিং, কাটিং, চিটিংয়ের যুগে আপনার এই থিউরি অকার্যকর ।
ভাল লিখেছেন ।