www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এসএমএস

ফোনটা নিয়ে অনেকক্ষণ থেকেই উসখুশ করছে ...
কতোদিন রিশাদের সাথে কথা হয় না নিপার !
ভারী, অস্থির কন্ঠটা শুনতে নিপাই অস্থির হয়ে যাচ্ছে...

এমন কখনো হয় নি যে, দু'জন পুরো সময়টা ধরেই ঠান্ডা মাথায় কথা বলেছে...বরং দেখা গেছে যতক্ষণ কথা বলতো তার মধ্যে অনেক বেশি সময়ই রাশেদ খুব কঠিন কঠিন কথা শোনাতো নিপাকে...

কঠিন কথা শুনতে শুনতে একরকম মোহগ্রস্থ হয়ে যাচ্ছিল !
রিশাদ ফোন করলে নিপা ফোনটা রিসিভ করে অপরপ্রান্তে চুপ করে থাকতো ।
তারপর ওই পাশ থেকে রিশাদের ধমক খেয়ে নিপার মুখ থেকে কথা বেরুতো ...
শুধু ঝাড়ি খেতেই নিপা অনেক সময় রিশাদকে খেপাতো ....

ভাবতে ভাবতে নিপার চোখ ভরে যায় পানি তে ...

সমাজে বলার মতো আহামরি কোন সম্পর্কই নেই দু'জনের মধ্যে । শুধুই দু'জনে দু'জনার শুভাকাঙ্খি ।
কখনো কোন রকম রোমান্টিকতার নায়ে তারা চড়ে বসেনি।

কিন্তু তারপরও কেমন অদ্ভুত এক মোহগ্রস্থতা !

রিশাদের ফোন খুব কম সময়ই খোলা পেয়েছে নিপা। কিন্তু আজ যেন ভুতে পেয়েছে ওকে ...
নাম্বারটা ডায়াল করে তাকিয়ে থাকে ফোনের দিকে...
যদি ফোন খোলা পায়ও তবুও কথা বলতে পারবে না...
ওর আসলে বলার কিছুই নেই ।
নাহ, ফোন বরাবরের মতোই ...

এবার টেক্সট পাঠালো ...
জানে রিশাদ ফোন বন্ধ রাখলেও ও নিজেও অস্থির চিত্তের ...কোন এক ফাঁকে ঠিকই ফোনটা চালু করবে আর তখন ওর মেসেজটা ঠিকই ডেলিভারড হবে...

"আজকাল তোমাকে মেসেজ দিতেও কেমন অস্বস্তি হয় !
কতো দূরের অচেনা হয়ে গেছ ...!"

---
গল্প
(Post20131028053751)
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রোমান্টিক.................
  • না তেমন মজা পেলাম না।যদিও চেষ্টা করেছেন।তবে আপনার সাথে কেমন জানি বেমানান।আমি মনে করি গল্প আরো ডিটেইল হওয়া বাঞ্ছনীয়।বিশ ত্রিশ লাইনে গল্প হয়ে গেলে আর গল্পের মজাটাই কোথায়? কিছু মনে নিবেন না পনিদা।প্রিয় বলেই বললাম।যদিও আপনাার লেখা র মন্তব্য করা মত যোগ্যতা আমার নেই।
    • আরজু নাসরিন পনি ৩০/১০/২০১৩
      হাহা
      ব্যাপার না । আমি কিছুই মনে করি না ।

      গল্পের রকম ফের আছে ।
      উপন্যাস
      বড় গল্প
      গল্প
      ছোট গল্প
      অনু গল্প
      ...
      অনুগল্প এর চেয়েও ছোট হতে দেখেছি আকারে ।
      আর পাঠক সমালোচনা না করলে লেখকের লেখার উন্নতি হবে কেমন করে বলুন ?
      আমিতো চাইই আমার লেখার তুমুল সমালোচনা হোক ।

      এই লেখাটা আরো ডিটেইলে হলেও হতে পারতো হয়তো...আমি আসলে আর বড় করিনি, এর ভেতরের কথাটা নিজের কাছে রাখতেই ।

      আমার লেখার মন্তব্য করার যোগ্যতা নেই আপনার ! কী যে বলেন...আমি আসলে গল্প কবিতা লেখার মানুষ না ...তাই এসবে হাত খুব চলে না ।
      তারপরেও ভবিষ্যতে পাঠকের কথা মাথায় রেখেই গল্পের আকৃতি বড় করার চেষ্টা করবো ।
      অনেক কৃতজ্ঞতা জানাই প্রিয় সাখাওয়াৎ ।।

      আর আমার নাম 'পনি', আপনি 'পনিদা' ডাকেন মজাই লাগে অবশ্য ।
      আপনার এই ডাক শুনেই প্রোফাইলে নিজের একটা ছবি দিতে ইচ্ছে করে ...হাহাহা
      • হা হা হা তাই নাকি! তা দিন একখান ছবি! দেখি নয়ন ভরি!!!! হা হা হা যাক একদম লেখা পাচ্ছি না আপনার।নিয়মিত খবর নিচ্ছি আপনার পাত্তা নাই ভাই।কি সমস্যা? খুবই জটিল?
        • আরজু নাসরিন পনি ১৪/১১/২০১৩
          নেট ব্যবহার থেকে বিরত থেকে প্রিয়জনের কাছে ছিলাম ...আমার মায়ের কাছে ।
          খোঁজ নেবার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই ।।
  • suman ২৯/১০/২০১৩
    প্রিয় লেখক
    আরো একটু ঘটনাটি Detail করা যায় ...আরো পর্ব আসবে আশা করি ...ঘটনাক্রম interesting লাগছিলো ...
    • আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩
      কিছুক্ষণ আরো না হয় রহিতে পাশে
      কিছু কথা আরো না হয় বলিতে মোরে...

      অতৃপ্তি যে আমার নিজেরও রয়ে গেছে, প্রিয় সুমন ।

      আপনার পরামর্শ মাথায় রেখেই চেষ্টা করবো কখনো এরপরের পর্ব দিতে ।

      অনেক ভালোলাগারা আপনাকে ঘিরে থাকুক ।।
  • ফাহমিদা ফাম্মী ২৯/১০/২০১৩
    ভালো লিখছেন :)
  • রাখাল ২৯/১০/২০১৩
    ভাল লাগলো ।
 
Quantcast