www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আশায় বসতি

"এমন জানলে বিয়ে করলে কেন ?"
সাইকোলজিস্ট-এর এই কথার কোন জবাব দিতে পারে নি মেয়েটি ।

কি জবাব দিবে ! ও তো ভাবতেই পারে না, ছেলেটিকে ছেড়ে থাকার কথা !

ছেলেটি ডিভোর্স করতে চায় নি কখনো । কিন্তু সবসময়ই মেয়েটিকে দূরে ঠেলে রেখেছে ।
সুযোগ পেলেই, একটু কথা কাটাকাটি হলেই বলে দিয়েছে "বেড়িয়ে যাও !"

কিছু হলেই বলেছে, বাপের বাড়িতে যেয়ে কয়দিন থেকে আস ।

মেয়েটি ছেলেটির এই আচরণে কষ্টে বোবা হয়ে যায় মাঝে মাঝে !

কিন্তু কখনো কখনো মরা গাঙ্গে বান ডাকার মতো করেই ছেলেটির ভালবাসা মেয়েটিকে সব ভুলিয়ে দেয় !


মেয়েটি চেষ্টা করেও ওর ভালোবাসাকে সরিয়ে নিতে পারে না ছেলেটির উপর থেকে ।

যখন কষ্টে নীল হয়ে যায়, তখন একরাশ থুথু ছিটিয়ে দেয় ছেলেটির মুখে । ওর ঘৃণার সর্ব্বোচ্চ বহিঃপ্রকাশ !

মেয়েটি নিজেও জানে না, ছেলেটি ওর উপর সবসময়ই আড়াল থেকে নজর রাখে ।

কিন্তু সামনাসামনি ছেলেটির অবজ্ঞা যেন মেয়েটিকে ছেলেটির প্রতি আরো বেশি আকর্ষণের জেদ তৈরী করে দেয় ... ... মনে মনে ও ওর জেদ থেকে সরে আসতে পারে না, বরং বিরবির করে বলতে থাকে...
"তোমাকে একদিন জয় করেই ছাড়বো !"


---
গল্প
(Post20131028084431)
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১০২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • যদি লক্ষ থাকে অটুট বিশ্বাষ হৃদয়ে...............
  • জুবায়ের চৌধুরী ০১/১১/২০১৩
    ধন্যবাদ ভালো লেখার জন্য
    তবে জিবনটা এরকম নয় সকল সময়
    সরল একটা ধারা বয়ে যায় শুধুই কষ্টদায়ক স্রোতে
    মাঝেমধ্যে একটু ব্যতিক্রম
    • আরজু নাসরিন পনি ০৮/১১/২০১৩
      জীবনের রকমফের চেনা বড়ই দুঃসাধ্য ...কখনো হাসায়, কখনো কাঁদায়...
      সুন্দর মন্তব্যে অনেক কৃতজ্ঞতা জানাই, জুবায়ের ।।
  • ভালো হয়েছে।
  • suman ২৯/১০/২০১৩
    মানুষের মনস্তত্ত্ব বুঝা জটিলতম কাজ ...তবে যারা এইসব অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় তারা জানে কি নরক তারা পাড়ি দিচ্ছে ...ভয়ংকর এক অভিজ্ঞতা...।
    আপনার বিষয় নির্বাচন বরাবরের মতো ভালো ...
    • আরজু নাসরিন পনি ৩০/১০/২০১৩
      ঠিকই বলেছেন ...

      কী যাতনা বিষে
      কভু আশি বিষে
      দংশেনি যারে।।

      বিষয় নির্বাচন আপনার ভালো লেগেছে জেনে কৃতার্থ বোধ করছি ।
      প্রিয় ব্লগারকে শুভেচ্ছা রইল ।।
  • দারুন তো!
    ধন্যবাদ রইল।
  • কবীর হুমায়ূন ২৮/১০/২০১৩
    অদ্ভুত ভালোবাসা!
    অহংবোধহীন মানুষ সত্যই কি পৃথিবীতে আছে?
    ভালো থেকো।
  • মুকিত ২৮/১০/২০১৩
    অনেকেরই জীবন কে দেখা একই ভাবে। খুব ভালো লাগলো।
  • জহির রহমান ২৮/১০/২০১৩
    গল্পটিতে কার ভালোবাসা বেশি? ছেলেটির নাকি মেয়েটির?
    • আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩
      বলা মুশকিল ।

      হয়তো দু'জনেই বাসে ...বহিঃপ্রকাশ একজনের কম আরেকজনের বেশি ।

      পাঠে অনেক কৃতজ্ঞতা রইল ।।
      • জহির রহমান ২৯/১০/২০১৩
        গল্পটির জনক তো আপনি। এখন আপনিই বলেন, মেয়েটিকি ঠিক একদিন জয় করতে পারবে?
  • দীপঙ্কর বেরা ২৮/১০/২০১৩
    ঠিক । জয় আসবে । ভাল লাগল ।
 
Quantcast