বানান সতর্কতা - হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার - ২য় পর্ব
বানান-এর ব্যাপারে কখনো গুগল সার্চ-এর উপর নির্ভরশীল হওয়া উচিত নয় । কেননা এতে অনেক ভুল বানান-এর শব্দও সার্চ ইঞ্জিনে প্রথমেই চলে আসে ।
যারা নিয়মিত লেখালিখির সাথে জড়িত, তাদের হাতের কাছে নূন্যতম একটা অভিধান রাখা উচিত , যেন সন্দেহ লাগলে চট করে অভিধান দেখে নিশ্চিত হয়ে নেয়া যায় ।
সহজে মনে রাখার জন্যে শব্দগুলোকে মাঝে মাঝে রঙিন করে উপস্থাপন করা হলো ।
আমাদের আন্তরিকতাই পারে শুদ্ধ বানানে সাহিত্য চর্চা করতে ।
যে কোন ধরনের গঠনমূলক পরামর্শ সাদরে গৃহিত হবে ।
সবাই ভালো থাকুন ।।
বানান সতর্কতা : হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার প্রথম পর্ব
-----------
ভাষা ও সাহিত্য
(Post20131028024915)
যারা নিয়মিত লেখালিখির সাথে জড়িত, তাদের হাতের কাছে নূন্যতম একটা অভিধান রাখা উচিত , যেন সন্দেহ লাগলে চট করে অভিধান দেখে নিশ্চিত হয়ে নেয়া যায় ।
সহজে মনে রাখার জন্যে শব্দগুলোকে মাঝে মাঝে রঙিন করে উপস্থাপন করা হলো ।
আমাদের আন্তরিকতাই পারে শুদ্ধ বানানে সাহিত্য চর্চা করতে ।
যে কোন ধরনের গঠনমূলক পরামর্শ সাদরে গৃহিত হবে ।
সবাই ভালো থাকুন ।।
বানান সতর্কতা : হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার প্রথম পর্ব
-----------
ভাষা ও সাহিত্য
(Post20131028024915)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাখাল ২৯/১০/২০১৩আপাতত প্রিয়তে ।
-
দীপঙ্কর বেরা ২৮/১০/২০১৩কিন্তু অভ্র spell checker বানানের ভুল সহজেই ধরা পড়ে । আমি তো ওতেই সব লিখি ।
-
suman ২৮/১০/২০১৩দারণ প্রয়োজনীয় ...