কথকতা
কথার ভীড়ে কথারা পড়ে থাকে, থেকে যায় দৃষ্টির আড়ালে ।
সেই কথারই কিছু কথা নিজের মতো করে রাখতেই এই ব্যবস্থা ।
►হৃদয় মন্দিরে আপন হয়ে উঠা সম্পর্কগুলো হাজার বছর ধরে অযত্নে পড়ে থাকলেও নষ্ট হয়ে যায় না। সেই জায়গাও কেউ দখল করে নিতে পারে না শত চেষ্টাতেও ।
►আমি অন্যের কাছ থেকে ঠিক ততটুকুই বিপদে পড়বো যতটুকু আমি অন্যদেরকে সুযোগ দিব ।
►মানুষের মন বড্ড অদ্ভুত ! কখনো কখনো তার প্রিয় মানুষটিকেও অসহ্য লাগে !
►যে যত ভালো লেখক সে ততো ভালো করে মানুষের সাইকোলজি বোঝে । সে ততো গুছিয়ে বিশ্বাসযোগ্য করে মিথ্যে বলতে পারে...
►প্রিয় মানুষগুলোর সাথে সম্পর্কের দূরত্ব তৈরী হওয়ার জন্যে সন্দেহই সতীনের মতো কাজ করে ।
►মানুষ যখন প্রিয়জনের ভালোবাসা জয় করতে পারে না, তখন তাকে আর কিছু জয়ের নেশায় পেয়ে যায় ।
►সবাই যদি স্বর্গটাকে নরকে পরিণত করে , তবে স্বর্গের দেখভাল কে করবে শুনি ?
►ভালোবাসতে বাসতে ঘৃণা করতে ভুলে গেছি ।
►যুদ্ধ স্বপ্ন দেখায়...তারপর হতাশারা ঘর বাঁধে...
কিন্তু হতাশার মাঝেই রয়ে যায় সুপ্ত আগুন...যে আগুন সাহস যোগায় ...আবার যুদ্ধে যাবার ।
►খুব ভালোলাগা, ভালোবাসায় মোড়ানো কিছু সম্পর্ককে ইচ্ছের বিরুদ্ধেই দূরে ঠেলে সরিয়ে রাখতে হয় , যেনো এই সম্পর্কটাও ধ্বংস, নষ্ট হয়ে না যায় ।
বুক ফেটে বেরিয়ে আসতে চায়, দেখো কতো ভালোবাসা, কতোটা আন্তরিকতা আমি ধারণ করি তোমার জন্যে…কিন্তু হায় বলা হয়ে উঠে না ।
►ভালোবাসা আর ঘৃণার বাস হয়তো পাশাপাশি ।
►অনেক বেশি রকম করে ভালোবাসতে বাসতে একসময় আবিষ্কৃত হয় যে ঘৃণাটাও ততোটাই বেশি...যেটা সেই মানুষটি ভুলে গেছে ।
►ভুল ধারণাগুলোকে প্রশ্রয় দিলে তা সত্যিতে রূপ নিয়ে নেয় ।
►ভেবোনা তোমার অবদানকে অস্বীকার করে, তোমাকে অশ্রদ্ধা করে, অপমান করে আমি বড্ড সম্মানিত হচ্ছি !
বরং তোমার প্রতি আমার অশ্রদ্ধা আমার নিচুতাকেই প্রকাশ করছে !
►ছ্যাঁকার মধ্যে সৃজনশীলতা নিহিত থাকে...
►আপনি যখনি প্রতিহিংসাপরায়ন হয়ে নিদোর্ষ (যে আপনার কোন ক্ষতি করে নি) কারো ক্ষতি করার চেষ্টা করবেন,
তখন মনে রাখবেন প্রকৃতি তার নিজের মতো করেই প্রতিটা কাজের প্রতিউত্তর দেয় ।
►যে আপনার শত বকবকানীতেও বিরক্ত হয় না...
যার কাছে নিজেকে যা ইচ্ছে তাই ভাবে প্রকাশ করতে পারেন
ভালো তো তাকেই বাসবেন, না কি ?
►ফান করেও যদি ঢিল ছোঁড়, তবে...বদলা হিসেবে ফান করেই অপর পক্ষ থেকে পাটকেল খাওয়ার জন্যে মানসিক প্রস্তুতি না থাকলে ফান করেও ঢিলটি ছুঁড়োও না ।
►কর্পোরেট শ্রেনীর মানুষ পার্টিতে গ্লাসে করে কোক খেলেও মনে হবে তারা ওয়াইন গিলছে আর খেটে খাওয়া মানুষ সেই পার্টিতে কখনো যাবার সুযোগ পেয়ে ওয়াইন গিললেও লোকে ভাববে সে কোক গিলছে !
►কবিরা প্রেমময় স্ট্যাটাস দিলে সেটি হবে কবিতা আর আমার মতো আম জনতার মনে কবিতার লাইনের উদয় হলেও মানুষ ভাববে নির্ঘাত প্রেম/পরকীয়া করছি ।
►ভালোবাসার অস্তিত্ত মরে না...পারিপার্শিকতায় শুধু রং বদলায়...।
--------------
উত্তরাধুনিক কথকতা
(Post20131027085441)
সেই কথারই কিছু কথা নিজের মতো করে রাখতেই এই ব্যবস্থা ।
►হৃদয় মন্দিরে আপন হয়ে উঠা সম্পর্কগুলো হাজার বছর ধরে অযত্নে পড়ে থাকলেও নষ্ট হয়ে যায় না। সেই জায়গাও কেউ দখল করে নিতে পারে না শত চেষ্টাতেও ।
►আমি অন্যের কাছ থেকে ঠিক ততটুকুই বিপদে পড়বো যতটুকু আমি অন্যদেরকে সুযোগ দিব ।
►মানুষের মন বড্ড অদ্ভুত ! কখনো কখনো তার প্রিয় মানুষটিকেও অসহ্য লাগে !
►যে যত ভালো লেখক সে ততো ভালো করে মানুষের সাইকোলজি বোঝে । সে ততো গুছিয়ে বিশ্বাসযোগ্য করে মিথ্যে বলতে পারে...
►প্রিয় মানুষগুলোর সাথে সম্পর্কের দূরত্ব তৈরী হওয়ার জন্যে সন্দেহই সতীনের মতো কাজ করে ।
►মানুষ যখন প্রিয়জনের ভালোবাসা জয় করতে পারে না, তখন তাকে আর কিছু জয়ের নেশায় পেয়ে যায় ।
►সবাই যদি স্বর্গটাকে নরকে পরিণত করে , তবে স্বর্গের দেখভাল কে করবে শুনি ?
►ভালোবাসতে বাসতে ঘৃণা করতে ভুলে গেছি ।
►যুদ্ধ স্বপ্ন দেখায়...তারপর হতাশারা ঘর বাঁধে...
কিন্তু হতাশার মাঝেই রয়ে যায় সুপ্ত আগুন...যে আগুন সাহস যোগায় ...আবার যুদ্ধে যাবার ।
►খুব ভালোলাগা, ভালোবাসায় মোড়ানো কিছু সম্পর্ককে ইচ্ছের বিরুদ্ধেই দূরে ঠেলে সরিয়ে রাখতে হয় , যেনো এই সম্পর্কটাও ধ্বংস, নষ্ট হয়ে না যায় ।
বুক ফেটে বেরিয়ে আসতে চায়, দেখো কতো ভালোবাসা, কতোটা আন্তরিকতা আমি ধারণ করি তোমার জন্যে…কিন্তু হায় বলা হয়ে উঠে না ।
►ভালোবাসা আর ঘৃণার বাস হয়তো পাশাপাশি ।
►অনেক বেশি রকম করে ভালোবাসতে বাসতে একসময় আবিষ্কৃত হয় যে ঘৃণাটাও ততোটাই বেশি...যেটা সেই মানুষটি ভুলে গেছে ।
►ভুল ধারণাগুলোকে প্রশ্রয় দিলে তা সত্যিতে রূপ নিয়ে নেয় ।
►ভেবোনা তোমার অবদানকে অস্বীকার করে, তোমাকে অশ্রদ্ধা করে, অপমান করে আমি বড্ড সম্মানিত হচ্ছি !
বরং তোমার প্রতি আমার অশ্রদ্ধা আমার নিচুতাকেই প্রকাশ করছে !
►ছ্যাঁকার মধ্যে সৃজনশীলতা নিহিত থাকে...
►আপনি যখনি প্রতিহিংসাপরায়ন হয়ে নিদোর্ষ (যে আপনার কোন ক্ষতি করে নি) কারো ক্ষতি করার চেষ্টা করবেন,
তখন মনে রাখবেন প্রকৃতি তার নিজের মতো করেই প্রতিটা কাজের প্রতিউত্তর দেয় ।
►যে আপনার শত বকবকানীতেও বিরক্ত হয় না...
যার কাছে নিজেকে যা ইচ্ছে তাই ভাবে প্রকাশ করতে পারেন
ভালো তো তাকেই বাসবেন, না কি ?
►ফান করেও যদি ঢিল ছোঁড়, তবে...বদলা হিসেবে ফান করেই অপর পক্ষ থেকে পাটকেল খাওয়ার জন্যে মানসিক প্রস্তুতি না থাকলে ফান করেও ঢিলটি ছুঁড়োও না ।
►কর্পোরেট শ্রেনীর মানুষ পার্টিতে গ্লাসে করে কোক খেলেও মনে হবে তারা ওয়াইন গিলছে আর খেটে খাওয়া মানুষ সেই পার্টিতে কখনো যাবার সুযোগ পেয়ে ওয়াইন গিললেও লোকে ভাববে সে কোক গিলছে !
►কবিরা প্রেমময় স্ট্যাটাস দিলে সেটি হবে কবিতা আর আমার মতো আম জনতার মনে কবিতার লাইনের উদয় হলেও মানুষ ভাববে নির্ঘাত প্রেম/পরকীয়া করছি ।
►ভালোবাসার অস্তিত্ত মরে না...পারিপার্শিকতায় শুধু রং বদলায়...।
--------------
উত্তরাধুনিক কথকতা
(Post20131027085441)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৮/১০/২০১৩ওয়াও পনিদা কি লিখলেন! সত্যিই অসাধারণ! খুবই ভালোো লাগলো।আপনি খুবই যৌক্তিক কিছু কথা তুলে এনেছেন লেখায়।ধন্যবাদ লেখার জন্য।শুভকামনা আপনার জন্য।
-
জহির রহমান ২৭/১০/২০১৩নূতন করে কিছু জানা হলো।
-
আহমাদ সাজিদ ২৭/১০/২০১৩ভাল লাগল
-
মাধব কুমার সরকার ২৭/১০/২০১৩খুব ভাল
-
suman ২৭/১০/২০১৩এগুলো পরে quotation হয়ে যাবে ...