আমি তোমার খুব ভালো শ্রোতা হতে চাই
কতো দিন তুমি অফিস থেকেই কাজের ভীড়ে আমার সাথে ঘন্টার পর ঘন্টা চ্যাট করেছো !
তোমার সাথে কথা বলতে যেয়ে কতোবার রান্না ঘরে ভাত নরম করে ফেলেছি !
কতোরাত তুমি আমার আমার পাশে বসে কথার ফুলঝুরি ফুটিয়ে স্বপ্নময় করে রাখতে আমার স্বাপ্নিক রাতগুলোকে ! !
আজ তুমি আমায় একটুও মিস করো না ?
তাকাওতো আমার দিকে...
কি হলো ! তাকাও !
চোখ গরম করছে যে বড্ড !
এ জন্যেই তো তোমার সাথে বেশি কথা বলতেও এখন ভয় লাগে !
যদি ক্ষেকিয়ে উঠো !
তুমি বোঝ কতোটা কষ্ট হয় আমার ?
তোমার কথা, তোমার ভাষা, তোমার কন্ঠ শোনার আকুলতা...
তুমি কি একটুও বুঝতে পারো না !
তোমার সাথে কথা বলতে না পেরে
আমার যে কি প্রচন্ড কষ্ট হয় তুমি বোঝ !
জানো যখন তোমার সাথে কথা বলার জন্যে অস্থির হয়ে যাই...
তখন আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় !
বিশ্বাস করো, আমার কিন্তু শ্বাসকষ্টের রোগ নেই !
শুনে থাকি, মানুষ নাকি কথা বলতে না পেরে অস্থির হয়ে যায় !
কী যে বলে মানুষজন !
আমিতো কথা শুনবো বলে পাগল হয়ে যাই !
আমি তোমার মতো বক্তার খুব ভালো শ্রোতা হতে চাই ।।
---------
কথোপকথন
(Post20131027030558)
তোমার সাথে কথা বলতে যেয়ে কতোবার রান্না ঘরে ভাত নরম করে ফেলেছি !
কতোরাত তুমি আমার আমার পাশে বসে কথার ফুলঝুরি ফুটিয়ে স্বপ্নময় করে রাখতে আমার স্বাপ্নিক রাতগুলোকে ! !
আজ তুমি আমায় একটুও মিস করো না ?
তাকাওতো আমার দিকে...
কি হলো ! তাকাও !
চোখ গরম করছে যে বড্ড !
এ জন্যেই তো তোমার সাথে বেশি কথা বলতেও এখন ভয় লাগে !
যদি ক্ষেকিয়ে উঠো !
তুমি বোঝ কতোটা কষ্ট হয় আমার ?
তোমার কথা, তোমার ভাষা, তোমার কন্ঠ শোনার আকুলতা...
তুমি কি একটুও বুঝতে পারো না !
তোমার সাথে কথা বলতে না পেরে
আমার যে কি প্রচন্ড কষ্ট হয় তুমি বোঝ !
জানো যখন তোমার সাথে কথা বলার জন্যে অস্থির হয়ে যাই...
তখন আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় !
বিশ্বাস করো, আমার কিন্তু শ্বাসকষ্টের রোগ নেই !
শুনে থাকি, মানুষ নাকি কথা বলতে না পেরে অস্থির হয়ে যায় !
কী যে বলে মানুষজন !
আমিতো কথা শুনবো বলে পাগল হয়ে যাই !
আমি তোমার মতো বক্তার খুব ভালো শ্রোতা হতে চাই ।।
---------
কথোপকথন
(Post20131027030558)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/১২/২০১৪আমি আপনার লেখার একজন ভালো পাঠক হতে চাই।
-
Khorshad ৩০/১০/২০১৩It's a nice feelings.
-
ফাহমিদা ফাম্মী ২৭/১০/২০১৩চমৎকার লিখেছেন ভাই
-
suman ২৭/১০/২০১৩দারুণ অভিমান জমেছে "চরিত্রটির"মনে ...।সময়,শুধু সময়ের হাতে রয়েছে প্রতিকার ...সময় সবকিছু উপশম করে দেবে ...
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৭/১০/২০১৩খুবই চমৎকার একটি ভাবনা তুলে এনেছেন কবিতা য়।আমাদের সম্পর্ক গুলো কেন জানি এমন হয়ে যায়।ভাবতে খারাপ লাগে।কেননা এটা সত্যি।
-
আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩মানুষ তার অধিকার ফিরে পেলে
আমি আর কবিতা লিখবনা
চাড়ালের গালে দীর্ঘ চুমো দিয়ে
কবিত্তের দায় এড়াবো,
আরাধ্য কবি খ্যাতি অবলীলায় উতসর্গ করব যাকে-তাকে সমস্ত সমভাবনার মাথা খেয়ে
উল্লসিত হব নির্ধিধায়,
ছন্দের পাঠ আর শব্দের প্রকৌশল
অনায়াসে ভুলে যাবো-
আমি আর কবিতা লিখবনা...
..........
আমার এক বন্ধু লেখাটা পড়ে এই মন্তব্য করেছে ।