সেলিব্রেটি
চৈতী, খুব সাদামাটা চেহারার একজন মেয়ে...এক ফেসবুক সেলিব্রেটির প্রতি মুগ্ধ হয়ে মেসেজ পাঠালো, সে তার বন্ধু হতে চায় । সেলিব্রেটি চৈতীর প্রোফাইল পিক দেখল । অন্ধকারে মনে হলো শ্যামলা বা কালো গায়ের রঙ, কোকড়া চুল...একপাশ দেখে চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না । তেমন কোন আহামরী কিছু নয়। বলে দিল, তার আর ফ্রেন্ড নেয়ার সুযোগ নেই ।
কিছুদিন পরের ঘটনা,
চয়নিকা, পলিশড করা দারুণ দারুণ সব ছবি তার ফেসবুক প্রোফাইল পিকচারে, কভার পিকচারে । একদিন সেই সেলিব্রেটির এক স্ট্যাটাসে একটা কমেন্ট করলো ।
সেলিব্রেটি নিজেই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো । নিয়মিত ইনবক্সে কথা হয় তাদের । মেসেজ/চ্যাট নিয়মিতই চলছে । সেলিব্রেটি চয়নিকার বিস্তারিত পরিচয় জানতে চায় । কিন্তু চয়নিকার কথা হচ্ছে, সে নিজেই কি যথেষ্ট নয়...আর কোন পরিচয় কেন লাগবে...? অথবা ধরে নিতে যে, চয়নিকা 'সকালের ঘাসের উপর শিশির বিন্দু'...। সেলিব্রেটি চয়নিকার রূপের আগুনে পুড়ে ছাই হচ্ছে...তো হচ্ছেই ।
এর মধ্যে চিন্ময়ী হালদার নামের এক মেয়ের লেখায় সবাই মুগ্ধ ! রিতিমতো মারহাবা ! মারহাবা ! সবার কথা হচ্ছে লুতুপুতু স্বভাব থেকে নিজেকে বের করে এনে নতুন রূপে উপস্থাপন করেছে চিন্ময়ী ! নাম মেয়েদের না হলে নাকি ধরাই মুশকিল হয়ে যেত এসব কোন মেয়ের লেখা ! কারণ প্রোফাইলে নিজের কোন ছবি নেই আর লেখার ঝাঁঝে রিতিমতো ছেলেদেরও হার মানায় ! আবার কখনো কারো সাহায্যের প্রয়োজন পড়লে ঝাঁপিয়ে পড়ে তার/তাদের জন্যে যেন মায়ের স্নেহ, বোনের ভালোবাসা !
কথায় কথায় সেলিব্রেটি চিন্ময়ীর কথা জানলো ! চিন্ময়ীর ধারালো লেখা পড়া শুরু করলো ! তার সাহায্য করার মানসিকতা সম্পর্কে জানলো ! চয়নিকার সাথে এসব নিয়ে সেলিব্রেটি ইদানিং প্রায়ই আলাপ করে... কথা বলতে চায় চিন্ময়ীর সাথে ! চয়নিকার মন খারাপ হয়ে যায় ! চয়নিকার কথা হচ্ছে, চিন্ময়ী দেখতে নিশ্চয়ই তেমন কোন আহামরি কিছু নয় ! তাইতো নিজের কোন ছবি দেয় না ফেসবুকের প্রোফাইলে । কেমন কাঠখোট্টা ! কিন্তু সেলিব্রেটির মন ইদানিং উদাস!
কেমন যেন ! সেলিব্রেটি আছে মহা ফাপরে... চিন্ময়ীর গুনের কাছে ইদানিং চয়নিকার রূপ ঠিকমতো টানছে না ! সেলিব্রেটি চিন্ময়ীর কাছেই শেষ পর্যন্ত নিজেকে আত্নসমর্পন করলো ।
নারীর রূপ/যৌবন তার স্বত্তার সাথে সতীনের মতোই আচরণ করে...দিন শেষে এক নারীর চরম উপলব্ধি!
লুল পুরুষগণ যতোই লুলামী করুক দিন শেষে গুনবিচারীই হয়...!
জয় চিত্রাঙ্গদা....
রবীন্দ্র ভার্সন পড়তে দেখুন- চিত্রাঙ্গদা - নহি দেবী, নহি সামান্যা নারী
জাহিদ রিপন-এর নির্দেশনায় 'স্বপ্নদল' পরিবেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য 'চিত্রাঙ্গদা'-র ফেসবুক ভার্সন করার চেষ্টা করলাম ।।
----
গল্প
(Post20131026041618)
কিছুদিন পরের ঘটনা,
চয়নিকা, পলিশড করা দারুণ দারুণ সব ছবি তার ফেসবুক প্রোফাইল পিকচারে, কভার পিকচারে । একদিন সেই সেলিব্রেটির এক স্ট্যাটাসে একটা কমেন্ট করলো ।
সেলিব্রেটি নিজেই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো । নিয়মিত ইনবক্সে কথা হয় তাদের । মেসেজ/চ্যাট নিয়মিতই চলছে । সেলিব্রেটি চয়নিকার বিস্তারিত পরিচয় জানতে চায় । কিন্তু চয়নিকার কথা হচ্ছে, সে নিজেই কি যথেষ্ট নয়...আর কোন পরিচয় কেন লাগবে...? অথবা ধরে নিতে যে, চয়নিকা 'সকালের ঘাসের উপর শিশির বিন্দু'...। সেলিব্রেটি চয়নিকার রূপের আগুনে পুড়ে ছাই হচ্ছে...তো হচ্ছেই ।
এর মধ্যে চিন্ময়ী হালদার নামের এক মেয়ের লেখায় সবাই মুগ্ধ ! রিতিমতো মারহাবা ! মারহাবা ! সবার কথা হচ্ছে লুতুপুতু স্বভাব থেকে নিজেকে বের করে এনে নতুন রূপে উপস্থাপন করেছে চিন্ময়ী ! নাম মেয়েদের না হলে নাকি ধরাই মুশকিল হয়ে যেত এসব কোন মেয়ের লেখা ! কারণ প্রোফাইলে নিজের কোন ছবি নেই আর লেখার ঝাঁঝে রিতিমতো ছেলেদেরও হার মানায় ! আবার কখনো কারো সাহায্যের প্রয়োজন পড়লে ঝাঁপিয়ে পড়ে তার/তাদের জন্যে যেন মায়ের স্নেহ, বোনের ভালোবাসা !
কথায় কথায় সেলিব্রেটি চিন্ময়ীর কথা জানলো ! চিন্ময়ীর ধারালো লেখা পড়া শুরু করলো ! তার সাহায্য করার মানসিকতা সম্পর্কে জানলো ! চয়নিকার সাথে এসব নিয়ে সেলিব্রেটি ইদানিং প্রায়ই আলাপ করে... কথা বলতে চায় চিন্ময়ীর সাথে ! চয়নিকার মন খারাপ হয়ে যায় ! চয়নিকার কথা হচ্ছে, চিন্ময়ী দেখতে নিশ্চয়ই তেমন কোন আহামরি কিছু নয় ! তাইতো নিজের কোন ছবি দেয় না ফেসবুকের প্রোফাইলে । কেমন কাঠখোট্টা ! কিন্তু সেলিব্রেটির মন ইদানিং উদাস!
কেমন যেন ! সেলিব্রেটি আছে মহা ফাপরে... চিন্ময়ীর গুনের কাছে ইদানিং চয়নিকার রূপ ঠিকমতো টানছে না ! সেলিব্রেটি চিন্ময়ীর কাছেই শেষ পর্যন্ত নিজেকে আত্নসমর্পন করলো ।
নারীর রূপ/যৌবন তার স্বত্তার সাথে সতীনের মতোই আচরণ করে...দিন শেষে এক নারীর চরম উপলব্ধি!
লুল পুরুষগণ যতোই লুলামী করুক দিন শেষে গুনবিচারীই হয়...!
জয় চিত্রাঙ্গদা....
রবীন্দ্র ভার্সন পড়তে দেখুন- চিত্রাঙ্গদা - নহি দেবী, নহি সামান্যা নারী
জাহিদ রিপন-এর নির্দেশনায় 'স্বপ্নদল' পরিবেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য 'চিত্রাঙ্গদা'-র ফেসবুক ভার্সন করার চেষ্টা করলাম ।।
----
গল্প
(Post20131026041618)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ২৭/১০/২০১৩অসাধারন লেগেছে।। ছেলেরা প্রেমের ক্ষেত্রে সিলিম সুন্দরী খোঁজলেও সঙ্গী হিসেবে কখনই তা করেনা। (২,১টা লুল বাদে)
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৭/১০/২০১৩অসম্ভব ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন।ভালোো লাগলো।
-
suman ২৭/১০/২০১৩চিত্রাংগদার virtual version ভালো লেগেছে ...নারী মানুষ ...তাকে মানুষ হিসাবে দেখতে জানার চোখ তৈরী করতে মা আর সামগ্রিক অর্থে পুরুষ্যান্ত্রিক সমাজকেই উদ্যোগ নিতে হবে ...মানুষ যতো এইসব বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবে ততো বদলাতে শুরু করবে দৃষ্টিভংগী ...আমাদের কাউকে না কাউকে ব্যক্তি ও সমষ্টিগতভাবে উদ্যোগ নিতে হবে ...আমরা সাধারনত সমমনাদের সাথে আলোচনা করি ...বিরুদ্ধমনাকে দ্বন্দ্বের ভয়ে এড়িয়ে যাই ...নারী- পুরুষ একে অপরে পরিপূরক এই সত্যের জয় হোক ...
-
কবীর হুমায়ূন ২৭/১০/২০১৩পড়লাম।
পড়লাম প্রদত্ত লিঙ্কসহ। ভালো লাগলো। চিন্তা করার বিষয়, ভাবার বিষয়। ভালো থেকো।