বিষাক্ত মন
ICMAB এর সামনে দিয়ে যখন আসছিল তখন বেশ বাতাস বইছিল । নীলক্ষেত থেকে কাটাবনের দিকে যেতে আইসিএমএবির গেটের উত্তর পাশের বসা লোকটার দৃষ্টি খেয়াল করে শুভ্রা দেখলো তার কামিজের কাপড়টা একটু উড়ে গিয়ে উপরে উঠে গেছে । আর হাঁটুর অল্প উপরে উঠে যাওয়া কামিজ সরে যাওয়ার পর সালোয়ার-এর উপর দিয়ে সেই লোক কি দেখার চেষ্টা করছে তা সেই জানে !
এক বৃষ্টির সন্ধ্যায় আইইআর এর ক্লাস শেষ করে মহসীন হলের মাঠের পাশ দিয়ে ছাতা মাথায় অন্ধকারে ফেরার পথে সবেগে চলা এক খালি রিক্সার চালক দ্রুততার সাথে ওর গায়ে হাত মেরেছিল ও কষ্ট পাওয়ার চেয়ে অবাক হয়েছিল !
পোশাকের শালীনতায় ওর শত্রুরাও ওকে কোন বাজে কথা শোনানোর কথা ভাবে না । তাহলে এই রিক্সাওয়ালার অন্ধকারে পোশাকে আবৃত এক নারীকে দেখেই আদিম প্রবৃত্তি জেগে উঠল ?
"তবে যে ধর্ষনের কারণ হিসেবে মেয়েরা নাকি প্রভোকিং ক্যারেক্টার হিসেবে কাজ করে ?! কিভাবে সেটা?!"
শুভ্রা আমায় জিজ্ঞেস করেছিল...
আমি চুপসে যাওয়া মুখে কোন রকমে শুধু বলেছিলাম -"ওরা সব পশু রে, শুভ্রা !"
-----
অনুগল্প
(Post20131026124849)
এক বৃষ্টির সন্ধ্যায় আইইআর এর ক্লাস শেষ করে মহসীন হলের মাঠের পাশ দিয়ে ছাতা মাথায় অন্ধকারে ফেরার পথে সবেগে চলা এক খালি রিক্সার চালক দ্রুততার সাথে ওর গায়ে হাত মেরেছিল ও কষ্ট পাওয়ার চেয়ে অবাক হয়েছিল !
পোশাকের শালীনতায় ওর শত্রুরাও ওকে কোন বাজে কথা শোনানোর কথা ভাবে না । তাহলে এই রিক্সাওয়ালার অন্ধকারে পোশাকে আবৃত এক নারীকে দেখেই আদিম প্রবৃত্তি জেগে উঠল ?
"তবে যে ধর্ষনের কারণ হিসেবে মেয়েরা নাকি প্রভোকিং ক্যারেক্টার হিসেবে কাজ করে ?! কিভাবে সেটা?!"
শুভ্রা আমায় জিজ্ঞেস করেছিল...
আমি চুপসে যাওয়া মুখে কোন রকমে শুধু বলেছিলাম -"ওরা সব পশু রে, শুভ্রা !"
-----
অনুগল্প
(Post20131026124849)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ২৭/১০/২০১৩আমাদের বাস্তবতার সাথে মিলে যায় ...একদিন শুভ্রারা প্রস্তুত থাকবে ...থাকতে বাধ্য হবে. ...আমি এক নারীকে জানি প্রচলিত শিক্ষা ছাড়াই দারুণ অস্তিত্ব সচেতন আর প্রতিবাদী ...খারাপ সময় তাঁকে প্রতিরক্ষা শিখিয়েছে ...তার মাঝে পুতুপুতু ভাব অবশ্য খুঁজে পাওয়া যাবে না ...
-
জহির রহমান ২৬/১০/২০১৩দিন দিন আমাদের সমাজটা কোন দিকে যাচ্ছে? এগুলো কেমন হচ্ছে? কাকে দোষ দিবো? আমাদেরতো একটা নিজস্ব সংস্কৃতি ছিলো। যে সংস্কৃতিতে অশালীন কিছু ছিলোনা। তবে আজ কেন এমন হচ্ছে? বিজতায়ী সংস্কৃতির প্রভাব? নাকি নৈতিক শিক্ষার অনুপস্থিতি?
-
দীপঙ্কর বেরা ২৬/১০/২০১৩Bhalo . Khub khub bhalo laglo
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৬/১০/২০১৩ভালো লিখেছেন।
-
কবীর হুমায়ূন ২৬/১০/২০১৩'শুভ্রা'রা অন্যায়ের বিরুদ্ধে সাহসী হতে পারে না। তাঁদের অন্তরের ভেতর কাটা খোঁচা দেয়,অথচ প্রতিবাদের তলোয়ার হাতে তুলতে কুন্ঠিতা।
বাস্তবের আকরে তুলে আনা অণুগল্প (ছোট গল্পও বলা যায়) ভালো লাগলো।