শখের ফটোগ্রাফি - মেঘলা দুপুরে বাংলা একাডেমি দর্শন
একেকটা ছবি একেকটা গল্প, একেকটা কবিতা । ফটোগ্রাফি যাদের নেশা তারা এটাকে ভালোবেসেই করে থাকে । যেমন একজন কবি, একজন গল্পকার তার ভেতরের অনুভুতি দিয়ে রচনা করে তার সৃষ্টি ...একজন ফটোগ্রাফারও তার একেকটা ফটোর ভেতরে রচনা করে একেকটা গল্প ।
বাংলা একাডেমি থেকে তোলা ছবিগুলো দৃষ্টি নন্দনের চেয়ে এর ঐতিহাসিক গুরুত্বই বেশি ।
ভাষা আন্দোলনের ইতিহাস যেন এখানে এলে এখানকার পরিবেশের কারণেই মূর্ত হয়ে উঠে ।
বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর । জাতীয় গ্রন্থমেলা অনুষ্ঠিত হয় এই বাংলা একাডেমীতেই ।
বর্ধমান হাউজ
ভাষা শহীদ... সালাম তোমাদের
নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই
বাংলা একাডেমি প্রাঙ্গনের প্রাচীন বটবৃক্ষ
পুস্তক বিক্রয় কেন্দ্র-১
পুস্তক বিক্রয় কেন্দ্র-২
একুশ মানে মাথা নত না করা
বাংলা একাডেমির রঙ্গন
কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা
স্থান : বাংলা একাডেমি (কোন এক মেঘলা দুপুর)
ক্যামেরা : নোকিয়া ৭০০
তথ্যসুত্র :
■ বাংলা একাডেমি সংক্ষিপ্ত ইতিহাস
■ উইকিপিডিয়ায় বাংলা একাডেমির সংক্ষিপ্ত ইতিহাস
-------
ফটোগ্রাফি
বাংলা একাডেমি থেকে তোলা ছবিগুলো দৃষ্টি নন্দনের চেয়ে এর ঐতিহাসিক গুরুত্বই বেশি ।
ভাষা আন্দোলনের ইতিহাস যেন এখানে এলে এখানকার পরিবেশের কারণেই মূর্ত হয়ে উঠে ।
বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর । জাতীয় গ্রন্থমেলা অনুষ্ঠিত হয় এই বাংলা একাডেমীতেই ।
বর্ধমান হাউজ
ভাষা শহীদ... সালাম তোমাদের
নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই
বাংলা একাডেমি প্রাঙ্গনের প্রাচীন বটবৃক্ষ
পুস্তক বিক্রয় কেন্দ্র-১
পুস্তক বিক্রয় কেন্দ্র-২
একুশ মানে মাথা নত না করা
বাংলা একাডেমির রঙ্গন
কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা
স্থান : বাংলা একাডেমি (কোন এক মেঘলা দুপুর)
ক্যামেরা : নোকিয়া ৭০০
তথ্যসুত্র :
■ বাংলা একাডেমি সংক্ষিপ্ত ইতিহাস
■ উইকিপিডিয়ায় বাংলা একাডেমির সংক্ষিপ্ত ইতিহাস
-------
ফটোগ্রাফি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/০৫/২০১৮দারুণ;;;;;
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৮/১০/২০১৩চমৎকার হয়েছে।খুবই ভালো লাগলো।
-
কবীর হুমায়ূন ২৬/১০/২০১৩রঙ্গনে আজ অঙ্গন ভরা
সঙ্গীন তোল সঙ্গী,
ভৈবরী ডাক রক্তে বাজিছে
বাঁধ শোষন-তোরঙ্গী।
একুশের ক্ষেতে উঠিয়াছে মেতে
পলাশের সাথে রঙ্গন।
রক্তে রাঙানো প্রভাত ফেরীর
মুর্ছনা বাজে ঝনঝন।
তোমার রঙ্গনের ছবি দেখে খনখনে গলায় গেয়ে উঠি আচম্বিতে ...
ভালো থেকো ছবির কবি। -
suman ২৫/১০/২০১৩অনেক অনেক ভালো লাগার কিছু ফটো ...
-
জহির রহমান ২৪/১০/২০১৩ফটোগ্রাফি একসময় প্রচন্ড নেশা ছিল। এখন আর তেমন ফিলিংস কাজ করেনা।