নতুন ভোরের অপেক্ষায়
মানস : মৃত্যুটা সবচেয়ে কঠিন....
চাইলেই মরা যায়না, কিন্তু না চাইতেই মরতে পার যখন তখন ।
মানসী : আমি মরে যেয়ে যদি দেখতে পেতাম আমার জন্যে কে কে আসলেই কষ্ট পাচ্ছে !
মানস : আগামীকাল রাতে কতো যত্ন করে একটা বৃষ্টি নামাতে যাচ্ছে প্রকৃতি ...
...তার আগেই মরে গেলে চলবে কিভাবে ?
মানসী : শাওয়ারে যদি পানির ফ্লো অনেক বেশি থাকতো তবে শাওয়ার ছেড়ে ভিজতে ভিজতে চিৎকার করে কাঁদতাম কতোক্ষণ !
মাঝে মাঝে এই শবদেহকে আর টানতে পারি না
এভাবে মরে যাবো কখনোই ভাবি নি।
কিন্তু আমি বাঁচতে চেয়েছিলাম
আমার সেই চাওয়া মূল্যহীন হয়ে গেছে
মিথ্যে এই জগত সংসার
মিথ্যে মানুষের অনুভুতি...
মানস : প্রতিটি রাতেই মরে যাওয়ার যথেষ্ট কারণ থাকা সত্বেও সকালে আবার বাঁচার স্বপন্ দেখতে হয় অনেককে...
মানসী, তুমি তোমার জন্যেই বেঁচে থেকো !
---------
কথোপকথন
চাইলেই মরা যায়না, কিন্তু না চাইতেই মরতে পার যখন তখন ।
মানসী : আমি মরে যেয়ে যদি দেখতে পেতাম আমার জন্যে কে কে আসলেই কষ্ট পাচ্ছে !
মানস : আগামীকাল রাতে কতো যত্ন করে একটা বৃষ্টি নামাতে যাচ্ছে প্রকৃতি ...
...তার আগেই মরে গেলে চলবে কিভাবে ?
মানসী : শাওয়ারে যদি পানির ফ্লো অনেক বেশি থাকতো তবে শাওয়ার ছেড়ে ভিজতে ভিজতে চিৎকার করে কাঁদতাম কতোক্ষণ !
মাঝে মাঝে এই শবদেহকে আর টানতে পারি না
এভাবে মরে যাবো কখনোই ভাবি নি।
কিন্তু আমি বাঁচতে চেয়েছিলাম
আমার সেই চাওয়া মূল্যহীন হয়ে গেছে
মিথ্যে এই জগত সংসার
মিথ্যে মানুষের অনুভুতি...
মানস : প্রতিটি রাতেই মরে যাওয়ার যথেষ্ট কারণ থাকা সত্বেও সকালে আবার বাঁচার স্বপন্ দেখতে হয় অনেককে...
মানসী, তুমি তোমার জন্যেই বেঁচে থেকো !
---------
কথোপকথন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ২৫/১০/২০১৩তুমি তোমার জন্যেই বেঁচে থেকো ...পাঠকের জন্যে দারুণ মুল্যবান একটি পরামর্শ ...বর্তমান সময়কালে নিজের আস্তিত্ব টিকিয়ে রাখাটাও বেঁচে থাকার সংগ্রামের একটি অংশ ...দারুণ...
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/১০/২০১৩সত্যিই অসাধারণ হয়েছে কবিতা।খুবই উপভোগ করলাম।
-
রাশেদ ভুঁইঞা বিপ্লব ২৪/১০/২০১৩এক অভূতপূর্ব অনুভূতি । এমন একটি কবিতার জন্য রক্তলাল গোলাপের উষ্ণ শূভেচ্ছা কবিকে ।
-
সুবীর কাস্মীর পেরেরা ২৪/১০/২০১৩বেশ লেগেছে আরজু ভাই